শেষ ওয়ানডের দলে আফিফ-খালেদ
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ বাংলাদেশ দলের জন্য অনেকটা পরীক্ষা-নিরীক্ষা। প্রথম দুই ওয়ানডেতে একাদশের পাশাপাশি স্কোয়াডে এসেছে বেশ কটি পরিবর্তন। এবার তৃতীয় ওয়ানডের আগে দলে ফিরলেও আফিফ হোসেন ও খালেদ আহমেদ।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে খালেদ-আফিফ ফিরলেও শেষ ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিনের। পেটের সমস্যায় ভোগার কারণে তাকে রাখা হয়নি দলে। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে দ্বিতীয় ওয়ানডেতে ভালো করা খালেদ আহমেদকে।
এর আগে গতকালই বিসিবি জানিয়েছিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন না অধিনায়ক লিটন দাস। যে কারণে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও বিশ্রামে থাকবেন তামিম ইকবাল। সিরিজ বাঁচানোর এই ম্যাচে দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, রিশাদ হোসেন, আফিফ হোসেন।