একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে প্রস্তুতিটা ভালো হয়নি টাইগারদের। বৃষ্টিতে পণ্ড হয়েছে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। এ ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি লিটনরা।
বিশ্বকাপে যাওয়ার আগে শেষ ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল।
এ ম্যাচের একাদশে এসেছে চার পরিবর্তন। ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচে বাংলাদেশের অধিনায়কও থাকছেন তিনি। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিচ্ছেন এ ব্যাটার।
এ ম্যাচ দিয়ে অভিষিক্ত হচ্ছেন আরেক ব্যাটার জাকির হাসান। এ ছাড়া তৃতীয় ওয়ানডেতে দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও পেসার শরিফুল ইসলাম।
পিঠের চোটে এ ম্যাচে থাকছেন না তামিম ইকবাল। খেলবেন না লিটন দাসও। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। বাদ পড়েছেন সৌম্য সরকার।
টসে জিতে শান্ত বলেন, ‘পিচ অনেকটা ব্যাটিং সহায়ক। আমরা যদি ভালো রান সংগ্রহ করতে পারি, আশা করি জিততে পারব। আজকের ম্যাচে জেতাটা খুব গুরুত্বপূর্ণ।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।