শান্তর লড়াইয়ের পরও ১৭১ রানে থামল বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত ছাড়া তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটার পারেননি নামের প্রতি সুবিচার করতে। লিটন-তামিমদের ছাড়া বেশ ভুগেছে বাংলাদেশের ব্যাটাররা। নিউজিল্যান্ডের বোলিং দাপটে ৩৪.৩ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
শতকের আক্ষেপ নিয়ে ফিরলেন শান্ত
বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটারের নাম নাজমুল হোসেন শান্ত। দেশের পাশাপাশি দেশের বাইরেও ব্যাট হাতে আস্থার প্রতিদান দিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। চলমান নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দলে ফিরেই খেললেন দুর্দান্ত এক ইনিংস। সুযোগ ছিল শতকের, তবে তা হাতছাড়া করেছেন শান্ত। দলীয় ১৬৮ রানে ৮৪ বলে ৭৬ রান করে ফেরেন সাজঘরে। তার বিদায়ে সাত উইকেট হারিয়ে শেষের পথে বাংলাদেশ।
আশা জাগিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ
অনেক দিন পর দলে ফিরলেও দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে আস্থার প্রতিদান দিয়েছিলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৯ রানের ইনিংসে বাংলাদেশকে জেতাতে না পারলেও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন এই ডানহাতি ব্যাটার। তবে দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারলেন না মাহমুদউল্লাহ। ২৭ বলে ২১ রান করে ফিরেছেন তিনি।
চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডেতে কিউই স্পিনার ইশ শোধির স্পিন ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটাররা। তৃতীয় ম্যাচে স্পিনার নয় পেসারদের দাপট। মিলনে-বোল্টদের গতির কাছে ধরাশায়ী হৃদয়-মুশফিকরা। দলীয় ৯০ রানে চার উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা।
মুশফিক-শান্তর ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টা
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হয়তো ভক্ত-দর্শকদের আগ্রহ অনেকটাই কম এই সিরিজ নিয়ে। তবুও এটা একটা আন্তর্জাতিক সিরিজ এবং বাংলাদেশ মোকাবেলা করছে বিশ্বের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডের। তিন ম্যাচের এই সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে কিউইরা। সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুতেই তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বেশ চাপে পড়েছে বাংলাদেশ। অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে চাপ সামলানের প্রচেষ্টায় বাংলাদেশ।
তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে বাংলাদেশ
ব্যাটিং নিয়ে যেন দুশ্চিন্তা কাটছে না বাংলাদেশের। বিশেষ করে টপ অডার্ররা ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও টপ অডার্র ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেছেন। দলীয় ৩৫ রানের মধ্যে দুই ওপেনার তানজিদ তামিম ও জাকির হাসানের পর এবার নির্ভরযোগ্য ব্যাটার তাওহিদ হৃদয়কে হারিয়ে রীতিমত ধুঁকছে স্বাগতিকরা।
শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া পর দ্বিতীয় ম্যাচে বড় হারে বেশ চাপে বাংলাদেশ। সিরিজ হারের শঙ্কায় স্বাগতিকরা। সিরিজে সমতায় ফিরতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন ম্যাচে রীতিমত মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ওপেনাররা। তানজিদ তামিম-জাকির হাসান জুটির ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। তানজিদ ব্যক্তিগত ৫ আর জাকির ১ রানে আউট হয়েছেন। সবমিলিয়ে দলীয় ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
অভিষেকেই ব্যর্থ জাকির হাসান
নিয়মিত ওপেনার তামিম ইকবাল পিঠে চোটের কারণে আর লিটন দাস বিশ্রাম নেওয়ায় ওপেনিংয়ে অভিজ্ঞ কাউকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। বাঁহাতি ওপেনার জাকির হাসানের ওপর অনেক প্রত্যাশা থাকলেও তা পূরণে ব্যর্থ তিনি। নিজের অভিষেকে এক রানের বেশি করতে পারলেন না জাকির। দ্বিতীয় ওভারেই এক ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ।
বৃষ্টির পর শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
জিতলে সমতায় সিরিজ শেষ, আর হারলে সিরিজ হাতছাড়া। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এমন সমীকরণ মাথায় নিয়ে নেমেছে বাংলাদেশ। টস জেতার পর বৃষ্টির বাধায় সঠিক সময়ে খেলা শুরু করতে পারেনি আম্পায়ররা। নির্ধারিত সময়ের প্রায় বিশ মিনিট পর দুপুর দুইটা বিশ মিনিটে মাঠে নামেন বাংলাদেশের দুুই ওপেনার তানজিদ তামিম ও জাকির হাসান।
বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা শুরু হতে দেরি
নিউজিল্যান্ডের বিপক্ষে গত ১৫ বছর ধরে ওয়ানডেতে একক আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। তবে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ স্বাগতিকরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় হারে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা। তবে বৃষ্টির বাধায় খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।
একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
বিশ্বকাপে যাওয়ার আগে শেষ ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল। এ ম্যাচের একাদশে এসেছে চার পরিবর্তন। ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচে বাংলাদেশের অধিনায়কও থাকছেন তিনি। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিচ্ছেন এ ব্যাটার। এ ম্যাচ দিয়ে অভিষিক্ত হচ্ছেন আরেক ব্যাটার জাকির হাসান। এ ছাড়া তৃতীয় ওয়ানডেতে দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও পেসার শরিফুল ইসলাম।
শান্তর নেতৃত্বে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানের হারে সিরিজ হাতছাড়া হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ জাতীয় দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত।