হাফফিট তামিমকে বিশ্বকাপ দলে চান না সাকিব-হাথুরুসিংহে
গত জুলাইতে হুট করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। ধারণা করা হয়, হাফফিট ক্রিকেটারকে ম্যাচ খেলাতে নারাজ ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেই কারণেই তামিমের অমন সিদ্ধান্ত। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। ফের আলোচনায় তামিমের ফিটনেস ইস্যু। এবার হাথুরুসিংহের সঙ্গে সহমত পোষণ করেন অধিনায়ক সাকিব।
ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে আজ মঙ্গলবারই (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশের দল ঘোষণা করার কথা। কিন্তু তার আগেই ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। অন্তিম মুহূর্তে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব আবারও আলোচনায়। বিশ্বকাপের প্রসঙ্গে দুই তারকা ক্রিকেটারের মতের অমিল আবারও বিপাকে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
বোর্ডের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সাকিব-তামিম সমস্যার সুরাহা না হওয়ায় গতকাল মধ্যরাতে বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে আলোচনায় বসেছিলেন দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান। যদিও বোর্ড কিংবা ক্রিকেটার কেউই এই বিষয়ে কথা বলেননি।
বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের স্কোয়াডে সাকিব কোনভাবেই হাফফিট খেলোয়াড় নেওয়ার পক্ষপাতী নন। এমনকি এই ইস্যুতে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন। তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অবসর কাণ্ডের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন তামিম। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পেয়েছেন রানের দেখাও। তবে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, এখনও পুরোপুরি ফিট নন তিনি।