বিশ্বকাপের দল ভার্চুয়ালি ঘোষণা করবে বিসিবি
রাত পোহালেই বাংলাদেশ বিশ্বকাপ দল উড়াল দেবে ভারতের উদ্দেশ্যে। অথচ সন্ধ্যা গড়াতে চললেও ঘোষণা হয়নি স্কোয়াড। দিনভর নানা নাটকীয়তা পার হচ্ছে সময়। শেষমেশ দল ঘোষণার নতুন সময় জানিয়েছে বিসিবি। বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে শেষে ভার্চুয়ালি দল ঘোষণা করবেন নির্বাচকরা।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায়। বিসিবির পেইজে বলে হয়েছে, ‘আমাদের কিছুটা বিলম্ব হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে আমরা দল ঘোষণা করব। বিসিবির সকল ডিজিটাল মাধ্যম ও সামাজিক মাধ্যমে চোখ রাখুন।’
এর আগে ম্যাচ চলা অবস্থায় বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকেরা। মধ্যস্থতার জন্য এসেছিলেন মাশরাফি বিন মুর্তজাও। জানা গেছে, তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। এরপর ক্রিকেটারদের উপস্থিতিতে জার্সি উন্মোচন হবে। কারা থাকছেন বিশ্বকাপ দলে, এমন কেমন হতে পারে জার্সি, তা জানতে অধীর আগ্রহ অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।