হাসারাঙ্কাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা শ্রীলঙ্কার
এশিয়া কাপের আগে চোটে পড়েন শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। সেই হ্যামস্ট্রিংয়ের চোটেই কপাল পুড়ল এই অলরাউন্ডারের। তাকে ছাড়াই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তার পাশাপাশি বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ ম্যাথিউসের।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নেতৃত্ব হারানোর গুঞ্জন থাকলেও অধিনায়ক হিসেবে টিকে গেছেন দাসুন শানাকা।
চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারবেন না শীর্ষ সারির পেসার দুষ্মন্ত চামিরাও। তবে অন্য দুই পেসার লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কার ফেরা শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীদের কিছুটা স্বস্তি দিতে পারে।
শ্রীলঙ্কা বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা। দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন চামিকা করুনারত্নে।