তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
‘বিশ্বকাপ দলে কি থাকবেন ওপেনার তামিম ইকবাল?’ দিনব্যাপী এমন প্রশ্ন উত্তাপ ছড়াচ্ছিল ক্রিকেটাঙ্গনে। উত্তরের খোঁজে গণমাধ্যম থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমীরা ছিলেন তটস্থ। ফিটনেস ইস্যুতে তামিমের দলে থাকা, না থাকা নিয়ে আগে থেকেই ছিল সংশয়। অবশেষে এলো উত্তর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করল ১৫ সদস্যের বিশ্বকাপ দল। যেখানে নেই তামিম।
দল ঘোষণা নির্বাচকদের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। দেশসেরা এই ব্যাটারের বিষয়ে সিদ্ধান্ত নিতে দফায় দফায় বৈঠক করেও মেলছিল না সমাধান। সবশেষ সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার দারস্থ হয় বিসিবি। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে বিসিবিতে হাজির হন মাশরাফী। প্রায় ঘণ্টা খানেকের মিটিং শেষে বিকেল ৪টার পর বের হন তিনি।
এরপরই সব জল্পনা-কল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের বিশ্বকাপ দল চূড়ান্ত দল ঘোষণা করে নির্বাচকরা। যদিও এবার ঘটা করে সংবাদ সম্মেলন নয়, নিজেদের ফেসবুক ভেরিফায়েড পেজে এক ভিডিওর মাধ্যমে স্কোয়াড জানিয়েছে বিসিবি।
সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত এ দলে যদিও নেই বড় পরিবর্তন। ওপেনিংয়ে অভিজ্ঞ তামিম ইকবাল না থাকায় তার জায়গায় সুযোগ পেয়েছেন নবাগত তানজিদ তামিম। তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন লিটন দাসকে। মিডল অর্ডারে আছেন তাওহিদ হৃদয়, শেখ মেহেদি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। অল্প কিছুদিনে হৃদয় নিজেকে প্রমাণ করেছেন দলের ভরসা হিসেবে। মুশফিক, মাহমুদউল্লাহরা দলের পুরোনো ও পরীক্ষিত সৈনিক। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৪৯ ও ২১ রান করে ছন্দে ফেরার আভাস দিয়েছেন তিনি।
ভারতের মাটিতে খেলা। উপমহাদেশেরে উইকেট বরাবরই স্পিন সহায়ক। স্পিনে সাকিব-মিরাজদের সঙ্গ দিতে স্কোয়াডে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বল হাতে নাসুম যথেষ্ট পরীক্ষায় ফেলেছেন কিউই ব্যাটারদের।
চলতি বছর সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের পেস বোলিং। অ্যালান ডোনাল্ডের ছোঁয়ায় যেন রূপকথার মতো বদলে গেছে বাংলাদেশের পেস আক্রমণ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের পাশে সমানভাবে নিজেদের উজাড় করে দিচ্ছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা।
বাংলাদেশের বিশ্বকাপ দল : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।