তামিমকে বাদ দেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক
অবশেষে বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে থেকেই তামিমকে নিয়ে ক্রিকেটাঙ্গণে চলছিল জল্পনা-কল্পনা, এমকি আলোচনা-সমালোচনাও। পরে নির্বাচক প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যায় খোলসা হলো সব। এ সময় হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন সেখানে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ দল ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে তামিমের না থাকা ও বিশ্বকাপ দল নিয়ে কথা বলতে হাজির হন তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক। সেখানে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘তামিম ইকবাল আমাদের সেরা প্লেয়ার। একটা প্লেয়ারের যদি চোট নিয়ে দুশ্চিন্তা থাকে, তাহলে তার জন্য নিজেকে মেলে ধরা কঠিন। তামিম অনেকদিন ধরেই চোটে ছিল। এটা আপনারা সবাই জানেন। যেহেতু বিশ্বকাপ অনেক দিনের ব্যাপার। অনেকগুলো ম্যাচ খেলতে হবে। তাই সেই ব্যাপারটাও আমরা আলোচনা করেছি।’
নান্নু বলেন, ‘তামিমের বিষয়ে মেডিকেল ডিপার্টমেন্ট আমাদের নিয়মিত আপডেট দিয়েছে। তামিমের বর্তমান অবস্থা নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আর আপনারা জানেন, যদি কারও চোট নিয়ে দুশ্চিন্তা থাকে, তবে টিম ম্যানেজমেন্ট কিন্তু বেকাদায় পড়ে যায়। নিউজিল্যান্ড সিরিজেও তামিম পুরোটা খেলতে পারেনি। তার ব্যাথা ফিরে এসেছিল’।
এদিকে, গতকাল রাত থেকেই গুঞ্জন ছিল, বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন তামিম। যা মেনে নিতে পারেননি অধিনায়ক সাকিব। এমনকি অধিনায়কত্বও ছাড়তে চেয়েছেন তিনি। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নান্নু।
এই প্রসঙ্গে নান্নুর ভাষ্য, ‘ না, এমন কিছু হয়নি। আমরা তামিমের সঙ্গে কথা বলেছি। সে আমাদের এমন কিছু বলেনি। মিডিয়াতে তো কত কিছুই দেখা যায়, সব তো আর সত্য নয়।
এর আগে, তামিমকে ছাড়াই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন দুই নতুন মুখ তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। এছাড়াও ফিরেছে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।