মেসিকে নিয়ে দুঃসংবাদ মায়ামি শিবিরে
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্লাবটিকে লিগস কাপের শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি। যে ক্লাবটির সাফল্যই পাওয়া হয়ে উঠছিল না, মেসির ছোঁয়ায় তারা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। মেসির অনুপস্থিতিতে যদিও পুরোনো ভগ্নদশাই ক্লাবটির। আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ইউএস ওপেন কাপের ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও হিউস্টন ডায়নামো।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির না থাকার সম্ভাবনা বেশি। পেশির চোটে গোটা সেপ্টেম্বর জুড়েই জাতীয় দল ও ক্লাবে অনিয়মিত ছিলেন মেসি। তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচরা। মেসিকে নিয়ে মায়ামির কোচ টাটা মার্টিনো বলেছিলেন, ‘মেসিকে নিয়ে আমাদের কোনো তাড়া নেই। যদি সে ভালো থাকে এবং আত্মবিশ্বাসী থাকে, তাহলে খেলবে। যদি তা না হয়, আমরা তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করব।’
মেসি যদি খেলেন তাকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে বলেন জানিয়েছেন প্রতিপক্ষ কোচ। তবে, হিউস্টন কোচ বেন ওলসেন নিজের পরিকল্পনা কাউকে জানাতে চান না। বিশেষ করে খেলোয়াড়টা যখন মেসির মতো একজন আইকনিক কেউ।
ওলসেন বলেন, ‘মেসিকে নিয়ে আমাদের অবশ্যই পরিকল্পনা আছে। কিন্তু, তার মতো এমন আইকনিক খেলোয়াড়কে নিয়ে কোনো পরিকল্পনা আমরা জানাব না। তাই, আমার পরিকল্পনা থাকলেও তা জানাব না কাউকে।’
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেসি ইতোমধ্যে ১২ ম্যাচে করেছেন ১১ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচটি।