‘আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না সবাই’
বিশ্বমঞ্চে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন থাকে সব ক্রিকেটারেরই। ব্যতিক্রম নয় ওপেনার তামিম ইকবালও। নিজের শেষ বিশ্বকাপ নিয়ে বুকভরা স্বপ্ন ছিল বাঁহাতি এই ব্যাটারের। তার সেই স্বপ্নগুলো রয়ে গেল অধরাই। দেশসেরা এই ওপেনারকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। দল থেকে বাদ পড়ার কারণ জানিয়ে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বকাপ দলে নিজের সুযোগ না পাওয়ার কারণ জানানোর পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তামিম।
ভক্তদের উদ্দেশ্যে তামিম জানান,‘আপনারা ভাল থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটাই অনুরোধ করব, আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না সবাই’।
এর আগে বিশ্বকাপে সুযোগ না পাওয়া প্রসঙ্গে তামিম বলেন,‘আমাকে বোর্ডের একজন শীর্ষকর্তা ফোন করে হঠাৎ করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে, তুমি প্রথম ম্যাচ খেলো না। আমি বললাম ভাই এখনও কিন্তু ১০-১২ দিন বাকি বিশ্বকাপের, আমি তো ভালো কন্ডিশনে থাকব, তবে কেন আমি খেলব না। তখন তিনি আমাকে বললেন তাহলে আমরা তোমাকে নিচের দিকে ব্যাটিং করানোর কথা ভাবছি। আমি বলি আমার তো কোনো অভিজ্ঞতা নেই নিচে ব্যাটিং করার। আমি কিছুটা উত্তেজিত হয়ে যাই। বলি, ভাই আমি ১৭ বছর ধরে ওপেনিংয়ে খেলছি। প্রতিদিন একটা নতুন জিনিস ফেস করতে হয়। এই নোংরামির মধ্যে আমি থাকতে চাই না। আপনাদের আমাকে বিশ্বকাপে পাঠানোর দরকার নেই।’