গুয়াহাটিতে পৌঁছেছে বাংলাদেশ দল
তামিম ইকবালের বাদ পড়া নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে ভিন্ন ভিন্ন মন্তব্যে সয়লাব সামাজিক মাধ্যমগুলো। এমন আলোচনার মাঝেই অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ জনের বাংলাদেশ দল ভারতে গেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যায় গুয়াহাটিতে পা রাখে ক্রিকেটাররা।
বিমান বন্দর থেকে সরাসরি টিম হোটেলে গেছে বাংলাদেশ। আজ অনুশীলন না করে বিশ্রাম করে সময় কাটাবেন তারা। আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অনুশীলন করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
মূল দলের ১৫ জন ক্রিকেটার বিশ্বকাপে গেলেও স্ট্যান্ডবাই ক্রিকেটারদের নেওয়া হয়নি। নিজ খরচে তাদের ভারতে রাখার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে একজন পেসারসহ দুজন ব্যাটারকে প্রস্তুত থাকতে বলেছে ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে, তারা হলেন পেসার খালেদ আহমেদ এবং দুই ব্যাটার নাঈম শেখ ও শামীম হোসেন।
এর আগে বিকেলে ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিশ্বকাপ দলের সদস্যরা। এসময় দলের সঙ্গে দেখা যায় কোচিং স্টাফদেরও। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে ভালো করবে দল, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন তিনি।
সুজন বলেন, ‘স্বপ্ন সবার একই রকম, আমরা ভালো করতে চাই। আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। বলাটা যত সহজ, ততটা সহজ হবে না কাজটা। প্রথম টার্গেট থাকবে সেমিফাইনালে যাওয়া। যদিও আমরা ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে পারিনি। তবে আমরা যেহেতু সময় পাচ্ছি বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার। তাই খুব বেশি সমস্যা হওয়ার কথা না। স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্লেয়ারদের পাশাপাশি কোচিং স্টাফদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
আগামী ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পাবেন ক্রিকেটাররা। এরপর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ২ অক্টোবর একই স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিবের দল।