সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব নিয়ে আসছেন সাকিব
বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। অনেকটা চাপে ফেলে দল থেকে বাদ দেয়া হয়েছে, এমন দাবি করেন তামিম। দেশসেরা ওপেনারের এমন দাবির পরই এক সাক্ষাৎকারে তামিম ইস্যুতে নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন সাকিব।
গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন সাকিব। ওই সাক্ষাৎকারে মিডল অর্ডারে তামিকে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ, বাংলাদেশ দলে এমন কী চলছে যে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব, এমন নানা বিষয়ে কথা বলেন তিনি।
ধারণা করা হচ্ছিল, চলমান ইস্যুতে সেটাই সাকিবের শেষ সাক্ষাৎকার। তবে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জানা যায়, ওটাই শেষ সাক্ষাৎকার নয়। তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আসছে। যেটি প্রকাশিত হবে বৃহস্পতিবার রাত ১১টায়। সেখানে আরও বেশ কটি আলোচিত ইস্যুতে মুখ খুলবেন বিশ্বসেরা অলরাউন্ডার, এমনটাই ধারণা করা হচ্ছে।
গতকাল প্রচারিত বিশ্বকাপের দল নিয়ে সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, তামিমের বাদ পড়ার পেছনে তার কোনো ভূমিকা নেই। চোটে আক্রান্ত কোনো ক্রিকেটারের তার দলে সুযোগ নেই। এমনকি মিডল অর্ডারে ব্যাট করতে না চাওয়ায় তামিমের আচরণকে অনেকটা বাচ্চামি বলে উল্লেখ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তামিম ইস্যুতে সাকিবের এমন কড়া জবাব মেনে নিতে পারছেন না ভক্ত-সমর্থকরা। অনেকেই তামিমের বাদ পড়ার বিষয়ে সরাসরি সাকিবকে দায়ী করছেন। তবে সব ছাপিয়ে দ্বিতীয় পর্বে কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন এই তারকা ক্রিকেটার? তা জানতে মুখিয়ে ভক্ত-সমর্থকরা।