বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে যা বললেন সাকিব
ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। তামিম ইকবালকে স্কোয়াডে না রাখায় বিতর্ক হয়েছে ঢের। শেষ অবধি ফেসবুক ভেরিফায়েড পেজে ভিডিও বার্তায় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও কথা বলেন। তবে, সব ছাপিয়ে ১৫ জনের যে দল বিশ্বকাপ খেলবে, তাদের নিয়ে আশাবাদী অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দল নিয়ে সাকিব বলেন, ‘আমাদের এই স্কোয়াড নিয়ে আমি আশাবাদী। আশাকরি ওরা ভালো করবে। দলে অনেকেই প্রথমবার বিশ্বকাপ খেলবে। ওরা ভালো করলে ভালো লাগবে। খারাপ খেললেও যে খারাপ লাগবে, এমন নয়।’
তামিম নেই। তামিমের বিষয় আগেই পরিষ্কার করেছিলেন সাকিব। বর্তমান স্কোয়াড নিয়ে সাকিব কতটা সন্তুষ্ট এবং কাউকে দলে মিস করছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এই দলে একমাত্র ইবাদত হোসেনকে মিস করছি। ভারতের যে কন্ডিশন, সেখানে সে থাকলে খুব ভালো হতো। এ ছাড়া দল নিয়ে আর কোনো আক্ষেপ নেই। ইবাদত থাকলে ভালো হতো।’
সাকিব আরও বলেন, ‘আমি তো চাইব সবগুলো ম্যাচ জিততে। জানি জিতব না। এটা খেলারই অবিচ্ছেদ্য অংশ। তবুও, স্বপ্ন দেখি।’
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পেয়েছেন ক্রিকেটাররা। অতটুকু সময়ই কাজে লাগিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ২ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিবের দল।
দুই প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।