বিশ্বকাপ দল বিশ্লেষণ
শ্রীলঙ্কার শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাবনা
সময়ের হিসাবে মাত্র চার দিন। এরপরই পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে অংশ নেবে ১০টি দল। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় আসর এই ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি ভিন্ন শহরের ১০টি স্টেডিয়ামে সব মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপে শ্রীলঙ্কার সম্ভাবনা, শক্তিমত্তা ও দুর্বলতা।
এশিয়া কাপের ফাইনালে ওঠে শিরোপা জিততে না পারলেও বিশ্বকাপে সমীহ করা হচ্ছে শ্রীলঙ্কাকে। কারণ সাম্প্রতিক সময়ে বেশ কটি দাপুটে জয় পেয়েছে লঙ্কানরা। এশিয়ান কন্ডিশনে খেলা বলেই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কা। লঙ্কানদের শক্তিমত্তা বা দুর্বলতা কি, সেটা একটু জেনে নেওয়া যাক।
বিশ্বকাপে শ্রীলঙ্কার রেকর্ড : বিশ্বকাপে শ্রীলঙ্কার রেকর্ড সমীহ জাগানিয়া। এখন পর্যন্ত ১২টি বিশ্বকাপে অংশগ্রহণ করা শ্রীলঙ্কা ১৯৯৬ সালে শিরোপা জয় ছাড়াও দুইবার রানার্স আপ ও একবার সেমিফাইনাল খেলেছে। এছাড়া ৭টি বিশ্বকাপে ছিটকে গেছে গ্রুপপর্ব থেকে।
শ্রীলঙ্কা স্কোয়াড পর্যালোচনা : এরই মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহনকারী ১০ দল। প্রায় প্রতিটি দলই নতুন কোনো মুখ রেখেছে দলে। সেদিক থেকে পিছিয়ে নেই শ্রীলঙ্কাও। দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানাদের মতো তরুণদের দলে নিয়েছে লঙ্কানরা। তবে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার দলে না থাকা শ্রীলঙ্কার জন্য বড় দুশ্চিন্তার কারণ। কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নের মতো অভিজ্ঞরা দলটির অন্যতম ভরসার জায়গা।
বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা। দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন চামিকা করুনারত্নে।
শ্রীলঙ্কার শক্তিমত্তা : ভারতের মাটিতে বিশ্বকাপ বলেই শ্রীলঙ্কা বেশ এগিয়ে থাকবে। কন্ডিশন বিবেচনার পাশাপাশি অতীতে এশিয়ার মাটিতে লঙ্কানদের ভালো করার রেকর্ড আছে। শ্রীলঙ্কার অন্যতম শক্তির জায়গা তাদের ব্যাটিং ইউনিট। কুশল পেরেরা, মেন্ডিসদের মতো ব্যাটাররা বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। পাশাপাশি দুনিথ ভেল্লালাগের মতো স্পিনাররা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে।
শ্রীলঙ্কার দুর্বলতা : শ্রীলঙ্কার অন্যতম দুর্বলতা বোলারদের ব্যর্থতা। সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাটাররা ভালো করলেও বোলাররা সেই অর্থে জ্বলে উঠতে পারেনি। যা বড় দুশ্চিন্তার কারণ। তাই বিশ্বকাপে ভাল করতে হলে বোলারদের দায়িত্ব নেওয়ার কোনো বিকল্প নেই। যদিও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও প্রত্যাশা পূরণে ব্যর্থ রাজিথারা।
শ্রীলঙ্কার সম্ভাবনা : ২০১৯ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও বর্তমান শ্রীলঙ্কা দলটি বেশ সমীহ জাগানিয়া। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দলটি ভারতের মাটিতে নিজেদের দ্বিতীয় শিরোপা জিততে মরিয়া। দেখার পালা দাসুন শানাকা তার দলকে কতদূর নিয়ে যেতে পারেন।