বিশ্বকাপ দল বিশ্লেষণ
ইংল্যান্ডের শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাবনা
সময়ের হিসাবে মাত্র চার দিন। এরপরই পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে অংশ নেবে ১০টি দল। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় আসর এই ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি ভিন্ন শহরের ১০টি স্টেডিয়ামে সব মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাবনা, শক্তিমত্তা ও দুর্বলতা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ৫ নম্বরে থাকা ইংল্যান্ড এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট। ভারতে আসার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দাপুটে জয় পেয়েছে ইংলিশরা। এশিয়ান কন্ডিশনে খেলা হলেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বর্তমান চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের শক্তিমত্তা বা দুর্বলতা কি, সেটা একটু জেনে নেওয়া যাক।
বিশ্বকাপে ইংল্যান্ডের রেকর্ড : বিশ্বকাপে ইংল্যান্ডের রেকর্ড বেশ সমীহ জাগানিয়া। এখন পর্যন্ত ১২টি বিশ্বকাপে অংশগ্রহণ করা ইংল্যান্ড ২০১৯ সালে শিরোপা জয় ছাড়াও দুইবার রানার্স আপ ও দুইবার সেমিফাইনাল খেলেছে। যেকোনো মূল্যে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে মরিয়া জস বাটলারের দল।
ইংল্যান্ড স্কোয়াড পর্যালোচনা : এরই মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহনকারী ১০ দল। প্রায় প্রতিটি দলই নতুন কোনো মুখ রেখেছে দলে। সেদিক থেকে পিছিয়ে নেই ইংল্যান্ডও। হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসনের মতো ক্রিকেটারকে দলে নিয়েছে ইংলিশরা। এছাড়াও বেন স্টোকস ও মঈন আলীদের মতো তারকারা দলটির অন্যতম ভরসার জায়গা।
বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
ইংল্যান্ডের শক্তিমত্তা : ভারতের মাটিতে বিশ্বকাপ হলেও ইংলিশরা বেশ এগিয়ে থাকবে। কন্ডিশন বিবেচনার পাশাপাশি অতীতে এশিয়ার মাটিতে ইংল্যান্ডের ভালো করার রেকর্ড আছে। ইংল্যান্ডের অন্যতম শক্তির জায়গা তাদের ব্যাটিং ইউনিট। জস বাটলার, মঈন আলী, বেন স্টোকস, দাভিড মালানদের মতো ব্যাটাররা বড় ইনিংস খেলতে পটু। পাশাপাশি আদিল রশিদ-ডেভিড উইলিদের মতো বোলাররা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য ভয়ের কারণ।
ইংল্যান্ডের দুর্বলতা : সবসময় পেস কন্ডিশনে খেলা ইংলিশরা কোয়ালিটি স্পিনারদের বিপক্ষে বেশ ভুগতে দেখা যায়। এর আগেও ভারতের মাটিতে স্পিনারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে ইংলিশ ব্যাটারদের। তাই বিশ্বকাপে প্রতিপক্ষের স্পিন আক্রমণ সামলাতে একটু বেশিই সতর্ক থাকতে হবে ইংল্যান্ডকে।
ইংল্যান্ডের সম্ভাবনা : ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড দল এবারও বেশ শক্তিশালী। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দলটি ভারতের মাটিতে নিজেদের দ্বিতীয় শিরোপা জিততে মরিয়া। দেখার পালা জস বাটলার তার দলকে কতদূর নিয়ে যেতে পারেন।