বিশ্বকাপে বাংলাদেশের খুঁটিনাটি
ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। দলগুলো চার বছর ধরে অপেক্ষায় থাকে বিশ্বকাপে অংশ নিতে। নিজেদের তৈরি করে নেয় সেভাবে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নিজেদের গড়ে তুলেছে সমীহ জাগানিয়া দল হিসেবে। আরেকটি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। দিন তিনেক পরই ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। এর আগে জেনে নেওয়া যাক এবারের আসরে বাংলাদেশ দলের খুঁটিনাটি।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের জার্সিতে যাদের প্রথম বিশ্বকাপ
২০০৭ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে নেই তামিম। তামিম ইকবাল না থাকলেও স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক তামিম। তানজিদ হাসান তামিম বড় তামিমের মতোই ওপেনার।প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই তরুণ তুর্কি। তামিমই ছাড়াও বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন বেশ কয়েকজন তরুণ, যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা নয়জনই নেই এবারের বিশ্বকাপে। বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে আটজনেরই এটি প্রথম বিশ্বকাপ।
২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে থাকাদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ২০১৫ বিশ্বকাপের পর আবারও দলে এসেছেন তাসকিন আহমেদ।
এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আট বাংলাদেশি। যাদের মধ্যে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।এদের মধ্যে হৃদয়, তামিম ও সাকিবের ওয়ানডে অভিষেক হয়েছে চলতি বছরই। তামিম ও সাকিব তো কেবল এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছেন। তবে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ বলে ৮৪ রানের চমৎকার ইনিংস খেলে দারুণভাবে জানান দিয়েছেন নিজের উপস্থিতি।
বিশ্বকাপে আম্পায়ারিংয়ে বাংলাদেশের শরফুদ্দৌলা
মোট ১৬ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। এর আগে চলতি বছর অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। এ ছাড়া, মোট পাঁচ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়াবেন শরফুদৌল্লা। এরপর ১৫ অক্টোবর দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ৪৫ বছর বয়সী শরফুদৌল্লা।
বিশ্বকাপে ধারাভাষ্যে বাংলাদেশের আতহার আলী খান
ক্রিকেটের আনন্দ ও উৎকণ্ঠা বাড়িয়ে দিতে ধারাভাষ্যকারের জুড়ি নেই। একজন ধারাভাষ্যকার মাঠের বাইরে থেকে জমিয়ে তুলতে পারেন খেলাটাকে। আতহার আলী খানকে অনেকে বলে থাকেন ভয়েজ অব বাংলাদেশ নামে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে মাইক্রোফোন হাতে গর্জে ওঠেন তিনি। বহু বিজয়ের আনন্দ দ্বিগুণ হয়েছে তার কন্ঠেই। এবারের বিশ্বকাপে বাংলাদেশ থেকে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন তিনি। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ক্রিকেটের তারকাদের সঙ্গে ধারাভাষ্য কক্ষ ভাগ করে নেবেন আতহার আলী।
পুরোনো চাল ভাতে বাড়ে
এক ঝাঁক নতুন তারকাদের নিয়ে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। ১৫ জনের স্কোয়াডের আটজনই নতুন হওয়ায় চ্যালেঞ্জটা একটু বেশিই চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের জন্য। তবে, হাথুরুসিংহে ভরসা রাখতে পারেন পুরোনো তারকাদের ওপর। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানরা বিশ্ব ক্রিকেটেই বড় নাম। যেকোনো দলের জন্যই বড় শক্তির জায়গার তারা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ ঘোরাতে তাদের জুড়ি নেই। এই তারকাদের সান্নিধ্যে নতুনরাও ক্ষুরধার হয়ে উঠবে, এমন প্রত্যাশা সবার।
বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের নয় ম্যাচের সূচি
৭ অক্টোবর, শনিবার, বাংলাদেশ- আফগানিস্তান, সকাল ১১টা, ধর্মশালা
১০ অক্টোবর, মঙ্গলবার, বাংলাদেশ-ইংল্যান্ড, সকাল ১১টা, ধর্মশালা
১৩ অক্টোবর, শুক্রবার, বাংলাদেশ-নিউজিল্যান্ড, বেলা আড়াইটা, চেন্নাই
১৯ অক্টোবর, বৃহস্পতিবার, বাংলাদেশ-ভারত, বেলা আড়াইটা, পুনে
২৪ অক্টোবর, মঙ্গলবার, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, বেলা আড়াইটা, মুম্বাই
২৮ অক্টোবর, শনিবার, বাংলাদেশ-নেদারল্যান্ডস, বেলা আড়াইটা, কলকাতা
৩১ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ-পাকিস্তান, বেলা আড়াইটা, কলকাতা
৬ নভেম্বর, সোমবার, বাংলাদেশ-শ্রীলঙ্কা, বেলা আড়াইটা, দিল্লি
১১ নভেম্বর, শনিবার, বাংলাদেশ-অস্ট্রেলিয়া, সকাল ১১টা, পুনে