বিশ্বকাপে বাংলাদেশের শক্তির জায়গা কোথায়, জানালেন মাশরাফী
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বিতর্ক কম হয়নি। গত কয়েকদিন ধরেই চলেছে আলোচনা-সমালোচনা। সেসব এক পাশে সরিয়ে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে গত ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মূল পর্ব।
তার আগে আজ রোববার (১ অক্টোবর) নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিওবার্তা দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড নিয়ে কথা বলেন তিনি। এর আগে গত ২৮ সেপ্টেম্বর একটি ভিডিওবার্তায় মাশরাফী বলেছিলেন, ‘বাংলাদেশের সতেরো কোটি মানুষ বিশ্বকাপ এলে খেলা দেখে। সাকিব-তামিমকে একসঙ্গে দেখতে চেয়েছিল সবাই। তামিমকে হয়তো এখন দলে আনা সম্ভব না, কিন্তু সাকিব আছে। আমি এখনও আশা করছি, বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো করবে ‘
আজ মাশরাফী বাংলাদেশ দলের সবচেয়ে শক্তির জায়গাটা নিয়ে কথা বলেন। তার মতে, পেসাররাই হচ্ছেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রধান শক্তি। আসলে কেমন ফলাফল করবেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা, সেটি নির্ভর করবে পেসারদের ওপর।
মাশরাফী বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পেস ইউনিট। অ্যালান ডোনাল্ডকে ধন্যবাদ দিতেই হয়, তিনি দারুণভাবে তৈরি করেছেন পেসারদের। আমার মনে হয় বিশ্বের সেরা চার-পাঁচের মধ্যে আছে আমাদের পেস আক্রমণ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো করলেও পেসারদের জন্য করবে, খারাপ করলেও তাদের জন্যই করবে।বিশ্বকাপের ফ্ল্যাট উইকেটে ১৫-২০ রানই পার্থক্য গড়ে দেবে। প্রতিপক্ষকে আমাদের ২৫০-৩০০ রানের মধ্যে আটকাতে হবে।’
তবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবদের নিয়ে গড়া পেস আক্রমণে পূর্ণ ভরসা রাখছেন তিনি।