বিশ্বকাপজয়ী মরগানের চোখে শিরোপার দাবিদার যারা
অপেক্ষার পালা প্রায় শেষ। আর তিন দিন পর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। দুই দলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। এরমধ্যে শুরু হয়েছে এবারের চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যদ্বাণী ও বিশ্লেষণ। ক্রিকেটের সাবেক অনেক তারকাই জানাচ্ছেন নিজেদের মতামত। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগানও জানালেন তার চোখে কারা হতে পারে বিশ্বসেরা।
বিশ্বকাপের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে কথা বলেছেন মরগান।
২০১৯ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনাল ইংল্যান্ড জিতেছিল তার নেতৃত্বেই। সেই মরগান এবার ব্যাট-প্যাড ছেড়ে হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন। ২০২৩ বিশ্বকাপে তাকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়।
ভারতের মাটিতে বিশ্বকাপ। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। গত মাসেই ভারত জিতেছে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সবমিলিয়ে সাবেক ইংরেজ অধিনায়কের বাজি ভারতের পক্ষে। ২০১১ সালের পর এবারই ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন মরগান।
মরগান বলেন, ‘এশিয়া কাপ শুরুর আগে আমি বলেছিলাম, বিশ্বকাপে ভারত ফেভারিট। এর অন্যতম কারণ, ওদের ঘরের মাঠে খেলা। বর্তমানে তারা এই ফরম্যাটের (ওয়ানডে) এক নম্বর দল। তাদের দলটা অন্য সব দলের চেয়ে বেশি সমৃদ্ধ। বরং, তাদের সমৃদ্ধ স্কোয়াড নিয়ে মধুর সমস্যাটা হচ্ছে সেরা একাদশ বাছাই করা। তা ছাড়া, তারা যেভাবে চাপ সামলে খেলতে পারে, সেটি অসাধারণ। সবমিলিয়ে ২০১১ এর পর ভারতের সামনে বিশ্বকাপ জেতার সব সুযোগই আছে।’
ভারতকে ফেভারিট মানলেও নিজের দেশকে পিছিয়ে রাখছেন না মরগান। তবে, ইংল্যান্ডের ওপর এবার প্রত্যাশার চাপ বেশি, তা মাথায় রাখতে হবে বলে জানান সাবেক এই ক্রিকেটার।
ইংল্যান্ডকে নিয়ে মরগান বলেন, ‘ইংল্যান্ডের দলীয় শক্তি ভিন্ন পর্যায়ের। তবে, গত বিশ্বকাপে আমরা নির্ভার হয়ে খেলেছি। আমাদের ওপর প্রত্যাশার চাপ ছিল না। কিন্তু, ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছি। এখন আমাদের প্রতি সবার প্রত্যাশা বেড়েছে। আমি ইংল্যান্ডকে প্রথমে সেমি ফাইনাল পর্যন্ত রাখছি।’