সাকিবকে নিয়ে স্বস্তির খবর পেল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে চোটে পড়েন অধিনায়ক সাকিব আল হাসান। যার ফলে দুই প্রস্তুতি ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি সাকিবের। প্রস্তুতি ম্যাচে তার অনুপস্থিতি শঙ্কা জাগিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সাকিব খেলবেন তো? এবার সাকিবকে নিয়ে স্বস্তির খবর দিলেন টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত।
আজ সোমবার (২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস করার সময় সাকিবের চোট প্রসঙ্গে কথা বলেন শান্ত। সাকিব প্রসঙ্গে শান্ত বলেন, ‘সাকিব খেলার মতো পুরোপুরি ফিট আছেন। প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য এভেইলেবল।'
এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব। তবে গোয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে কিছুটা চোট পান সাকিব। পরবর্তীতে গুঞ্জন ওঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ মিস করতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে শান্তর কথায় স্বস্তি দিতে পারে ভক্তদের। আফগানিস্তান ম্যাচেই দেখা যাবে সাকিবকে। যদিও শতভাগ ফিট সাকিবকে কেনো ইংল্যান্ড ম্যাচের একাদশে রাখা হয়নি, সেই বিষয়টি নিয়েই পরিষ্কার করে কিছুই জানায়নি টিম ম্যানেজমেন্ট। আগামী ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।