বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট শুরু
জামালপুরে শুরু হয়েছে বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট ২০২৩। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ এই নারী ও পুরুষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আজ সোমবার (২ অক্টোবর) বিকেলে আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, ময়মনসিংহ সমন্বয় পরিষদের জেলা সমন্বয়কারী সৈয়দ আতিকুর রহমান, মহাসচিব রাশেদুল হাসান শেলী প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ দিয়ে খেলার মান বৃদ্ধির মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হবে।
পরে অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে পুরুষ ফুটবল দল ও পাশে জিলা স্কুল মাঠে নারী ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের উদ্বোধনী খেলায় জামালপুর জেলাকে ২-১ গোলে পরাজিত করে শেরপুর জেলা পুরুষ ফুটবল দল। আর শেরপুর জেলাকে ৩-১ গোলে পরাজিত করে জামালপুর জেলা নারী ফুটবল দল। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
আগামী ৬ অক্টোবর বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।