বিশ্বকাপ স্টেডিয়াম পরিচিতি
নরেন্দ্র মোদি স্টেডিয়াম
ভারতের মাটিতে বিশ্ব ক্রিকেটের মহারণ বসতে বাকি আর মাত্র একদিন। এর মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ভারত। ভারতজুড়ে যে ১০টি স্টেডিয়ামে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দলগুলো, প্রস্তুত হয়ে গেছে সেগুলোও। অপেক্ষা শুধু স্টেডিয়ামের সবুজ ঘাসে খেলা শুরুর। এর আগে চলুন জেনে নেওয়া যাক, বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর খুঁটিনাটি। আজ থাকছে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সে অবস্থিত এই স্টেডিয়ামটি পূর্বে পরিচিত ছিল মোটেরা স্টেডিয়াম নামে। এটি বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম, যেখানে ১ লাখ ৩২ হাজার দর্শকের বসার ক্ষমতা রয়েছে। স্টেডিয়ামটি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মালিকানাধীন।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পুরোনো অবকাঠামোতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ১২-১৬ নভেম্বর, ১৯৮৩, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের মাধ্যমে। আর নতুন অবকাঠামোতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ দিয়ে। এই প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে বদলে যায় স্টেডিয়ামের নাম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দুই প্রান্তের নাম আদানি এবং রিলায়েন্স।
এর নাম পরিবর্তন করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামানুসারে নামকরণ করা হয়। স্টেডিয়ামটি প্রথম সংস্কার হয় ২০০৬ সালে। নতুন নকশায় স্টেডিয়ামটির জায়গা ৬৩ একর। এখানে প্রবেশপথ রয়েছে তিনটি। যেগুলোর একটির সঙ্গে একটি মেট্রো লাইন সংযুক্ত।
এই মাঠের পানি নিষ্কাশনব্যবস্থাও অত্যাধুনিক। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃষ্টি থামার ৩০ মিনিটের মধ্যেই পানি শুকানো যাবে। দারুণ বদল আছে ফ্লাডলাইটের ব্যবস্থাতেও। সাধারণত উঁচু লম্বা টাওয়ারে ফ্লাডলাইট বসাতে দেখা যায় স্টেডিয়ামগুলোতে, কিন্তু এই স্টেডিয়ামে সেটি না করে স্টেডিয়ামের ছাদের চারপাশে এলইডি লাইট বসানো হয়েছে। যে কারণে খেলার সময় মাঠে ক্রিকেটারদের কোনো ছায়া পড়বে না—যে আয়োজন ভারতে প্রথম। শুধু তাই নয় যেকোনো স্থান থেকে দর্শকদের পুরো মাঠ দেখতে কোনো সমস্যা হয় না।
সাধারণত স্টেডিয়ামগুলোতে দুটি ড্রেসিংরুম থাকলেও বিশ্বে এটিই হচ্ছে প্রথম স্টেডিয়াম, যেখানে চারটি ভিন্ন ড্রেসিংরুম আছে, যাতে একই দিনে টানা দুটি ম্যাচ আয়োজনে সুবিধা হয়। মাঠের সঙ্গে লাগোয়া ক্রিকেট একাডেমি, ইনডোর অনুশীলন পিচ ও ছোট প্যাভিলিয়ন সংযুক্ত দুটি ভিন্ন অনুশীলন গ্রাউন্ড থাকছে।
আইসিসি বিশ্বকাপ ২০২৩ আসরের ফাইনাল ম্যাচসহ মোট পাঁচটি খেলা এখানে অনুষ্ঠিত হবে। এর আগে এই স্টেডিয়ামে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালের বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সবমিলিয়ে বিশ্বকাপে ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই স্টেডিয়াম।