বিশ্বকাপে আফগানিস্তান দলের মেন্টর হলেন জাদেজা
আর একদিনের অপেক্ষা। এরপরই ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উপমহাদেশের কন্ডিশনে ভালো কিছু করার লক্ষ্য আফগানিস্তানের। আর সে হিসেবে ভারতের সাবেক অধিনায়ককে সাপোর্ট স্টাফ দলে নিযুক্ত করল তারা। এবারের বিশ্বকাপে আফগান দলের মেন্টরের ভূমিকায় থাকবেন অজয় জাদেজা।
সোমবার (২ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদ–নবীদের নিয়ে এরই মধ্যে মাঠেও নেমে পড়েছেন ৫২ বছর বয়সী অজয় জাদেজা। বিশ্বকাপে তিনি আফগানদের প্রধান কোচ জোনাথান ট্রট, ব্যাটিং কোচ মিলাপ মেওয়াদা, বোলিং কোচ হামিদ হাসান, সহকারী কোচ রইস আহমেদজাই ও ফিল্ডিং কোচ রায়ান ম্যারনের সঙ্গে কাজ করবেন।
দ্বিপাক্ষিক সিরিজে বেশ ভয়ঙ্কর দল হলেও আইসিসি কিংবা এসিসির কোনো টুর্নামেন্ট সফলতা নেই আফগানদের। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টি সেরা সাফল্য তাদের। এবার আরও বেশি কিছু পেতে জাদেজাকে মেন্টর হিসেবে নিল দলটি।
ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ১৯৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাদেজা। টেস্টে চারটি অর্ধশতরানসহ ৫৭৬ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৬টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটিসহ করেছেন ৫ হাজার ৩৫৯ রান।
আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। তবে আফগানদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে এর ঠিক দুই দিন পর। ধর্মশালায় বাংলাদেশের মুখোমুখি হবে তারা।