উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই বিশ্বকাপ?
গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে, যা ছাড়িয়ে যাবে আগের যেকোনো আসরকে। তবে, এবার বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে সামনে এলো নতুন তথ্য। কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হতে পারে এবারের বিশ্বকাপ।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইট স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠান নয়, জমকালো সমাপনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করছে ভারত। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ অধিনায়কের উপস্থিতিতে একটি লেজার শো’র আয়োজন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এর আগে জানা গিয়েছিল, জমকালো আয়োজনে উদ্বোধনী ম্যাচের আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ১০ দলের অধিনায়কও। ভারতের মাটিতে হওয়ায় বলিউড তারকারাও থাকবেন সেখানে। অভিনেতা ছাড়াও কিংবদন্তি কণ্ঠশিল্পীরা পারফর্ম করবেন। থাকছেন আশা ভোসলে, শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। এছাড়াও সুরকার-শিল্পী শঙ্কর মহাদেবনও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন। পারফর্ম করার কথা বরুণ ধাওয়ান, রণবীর সিং ও তামান্না ভাটিয়ার মতো তারকাদের।
শেষ পর্যন্ত যদি এমনটা হয়, তাহলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া বিশ্বকাপ আয়োজন দেখবেন ভক্তরা। এতে হতবাক হয়েছেন অনেকে।