বিশ্বকাপ স্টেডিয়াম পরিচিতি
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম
ভারতের মাটিতে বিশ্ব ক্রিকেটের মহারণ বসতে বাকি আর মাত্র একদিন। এর মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ভারত। অপেক্ষা শুধু স্টেডিয়ামের সবুজ ঘাসে খেলা শুরুর। ভারতজুড়ে যে ১০টি স্টেডিয়ামে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দলগুলো, প্রস্তুত হয়ে গেছে সেগুলোও। এর আগে চলুন জেনে নেওয়া যাক, বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর খুঁটিনাটি। আজ থাকছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের এই ক্রিকেট স্টেডিয়ামটি হায়দরাবাদ ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত। ১৫ একর জমি জুড়ে বিস্তৃত এই স্টেডিয়ামে সর্বোচ্চ ৫৫ হাজার জন দর্শক বসতে পারে। এটি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) এবং আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক স্টেডিয়ামটির নামকরণ করা হয় ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে।
২০০৪ সালে উদ্বোধন হয় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের। এই মাঠের অপর নাম বিশাকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। উদ্বোধনের পর ২০০৫ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হয় এই স্টেডিয়ামে। ভারতও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখায় এই স্টেডিয়াম। অবশ্য এই স্টেডিয়ামটি এখন পর্যন্ত বেশ ভুগিয়েছে স্বাগতিক ভারতকে। নিজেদের খেলা পাঁচটি ওয়ানডের মধ্যে তিনটিতেই হেরেছে ভারত। তবে তিনটি টেস্টের মধ্যে দুটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠ হিসেবে এই স্টেডিয়াম ব্যবহার করে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ব্যবহার হয়নি এই স্টেডিয়ামটি। তাই তো এই স্টেডিয়ামের উইকেট নিয়ে বিশেষ কিছু বলতে পারেননি বিশেষজ্ঞরা। তবে সাধারণত এই স্টেডিয়ামের উইকেট ফ্ল্যাট হয়ে থাকে। অর্থাৎ ব্যাটারদের অনুকূলেই থাকে। কিন্তু ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট কিছুটা ধীর হতে থাকে। আর ম্যাচ যত বেশি গড়ায় ততই স্পিনার এবং পেসাররা উইকেট থেকে সাহায্য পেতে থাকে।
এখন পর্যন্ত মোট পাঁচটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। যেখানে প্রথমে ব্যাট করা দল জিতেছে দুটিতে আর পরে ব্যাট করা দল জিতেছে দুটি ম্যাচে। ওয়ানডেতে এখন পর্যন্ত অনুষ্ঠিত মোট ৭ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল আর তিনটিতে জিতেছে পরে ব্যাট করা দল।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ এই ভেন্যুতে তাদের প্রথম টেস্ট খেলে। ভারতীয় কিংবদন্তি তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের অবসরের পর, এইচসিএ তার নামে উত্তর প্রান্তের নামকরণ করে। আর প্যাভিলিয়ন প্রান্তের নামকরণ করা হয়েছে শিবলাল যাদবের নামানুসারে।