আকরামের চোখে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ
আর একদিনের অপেক্ষা। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। একদিনের ক্রিকেটর মহাযজ্ঞ নিয়ে ক্রিকেটের সাবেক অনেক তারকাই জানাচ্ছেন নিজেদের মতামত। এবার সেই দলে যোগ দিলেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। তবে, সাবেক এই পেসার একটু ভিন্নভাবে জানালেন নিজের মত।
১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তানের ম্যাচ। ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় দ্বৈরথকে ঘিরে আকরাম জানালেন দুদলের সম্মিলিত সেরা একাদশ। তার চোখে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশে কারা আছেন, ফক্স স্পোর্টসকে জানিয়েছেন তিনি। ফক্স স্পোর্টসের বরাতে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) এমন খবর প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক পাকিস্তানি ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান।
আকরামের একাদশে ছয়জন ভারতীয় ও পাঁচজন পাকিস্তানি। তবে, একাদশে নিজেকে রাখেননি সর্বকালের অন্যতম সেরা এই পেসার। তার দলের অধিনায়কত্ব করবেন পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। দলে অলরাউন্ডার হিসেবে ইমরানকে সঙ্গ দেবেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। আরেক বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আকরাম রেখেছেন উইকেটরক্ষক হিসেবে।
ব্যাটিং অর্ডারে অবধারিতভাবে আছেন শচীন টেন্ডুলকার। শচীনের পর আছেন বীরেন্দ্রর শেবাগ, সাঈদ আনোয়ার, জাভেদ মিঁয়াদাদ ও বিরাট কোহলি।
বোলিং আক্রমণে আকরাম একাদশে রেখেছেন স্পিন কিংবদন্তি সাকলায়েন মোশতাককে। দুই মূল পেসার হিসেবে ওয়াকার ইউনুসের সঙ্গে রেখেছেন হালের জসপ্রীত বুমরাহকে।
ওয়াসিম আকরামের সম্মিলিত ভারত-পাকিস্তান একাদশ
ইমরান খান (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, বীরেন্দ্র শেবাগ, জাভেদ মিঁয়াদাদ, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, সাকলায়েন মোশতাক, ওয়াকার ইউনুস ও জসপ্রীত বুমরাহ।