ভারত বিশ্বকাপে নেই যে পাঁচ তারকা
দরজায় কড়া নাড়ছে ভারত বিশ্বকাপ। ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে ক্রিকেট মহাযজ্ঞের। প্রতি বিশ্বকাপেই নতুন অনেক তারকা আসেন। পুরোনাদের অনেককেই দেখা যায় না বাইশ গজ মাতাতে। তাদের মধ্যে কেউ কেউ আছেন, যাদের বিশ্বকাপে একপ্রকার নিশ্চিতই ভেবে রেখেছিলেন ভক্ত-সমর্থকরা। এবারের বিশ্বকাপে নেই, এমন পাঁচ তারকাকে নিয়ে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা।
তামিম ইকবাল (বাংলাদেশ)
বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত হওয়া সবগুলো আসরেই ছিলেন তিনি। দেশসেরা ওপেনার তামিমকে এবারের বিশ্বকাপেও দেখবে বলেই আশায় বুক বেধেছিল ভক্তরা। কিন্তু, পিঠের চোট আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিতর্কিত সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভারতের বিমান ধরা হলো না তার। শুধু বাংলাদেশি ভক্তরাই নন, তামিমের ব্যাটিং সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হবে গোটা ক্রিকেট দুনিয়া।
ওয়ানিন্দু হাসারাঙা (শ্রীলঙ্কা)
গত কয়েক বছরে নিজেকে শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা তারকায় পরিণত করেছেন ওয়ানিন্দু হাসারাঙা। ব্যাট হাতে যেমন দলের ভরসা, বল হাতেও হাসারাঙা সমান নির্ভার। তারকা এই অলরাউন্ডারকে ছাড়াও এবার বিশ্বকাপ খেলতে নামবে শ্রীলঙ্কা। ২৬ বছর বয়সী এই তারকাকে ধরা হচ্ছিল, বিশ্বকাপে লঙ্কানদের এক্স ফ্যাক্টর হিসেবে। কিন্তু, চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার। এশিয়া কাপে পড়া চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় তাকে ছাড়াই দল ঘোষণা করে শ্রীলঙ্কা। তারা অপেক্ষা করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)
২০২২ সালে নিউজিল্যান্ডের ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়কেই বিশ্বকাপে পাচ্ছে না দলটি। গত জুনে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে চোটে পড়েন মাইকেল ব্রেসওয়েল। ভারত বিশ্বকাপে ব্রেসওয়েল হতে পারত কিউইদের বাজির ঘোড়া। ব্যাটিংয়ে ওপর-নিচ করে খেলতে পারার পাশাপাশি কার্যকরী অফস্পিনে যে কোনো দলকে বিপদে ফেলতে জুড়ি নেই ব্রেসওয়েলের। তা ছাড়া ওয়ানডেতে তার ৪২.৫ গড় ও ১১৮.৬০ স্ট্রাইক রেট আফসোসটা বাড়াচ্ছে ব্রেসওয়েল ভক্তদের।
জেসন রয় (ইংল্যান্ড)
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম ব্যাটিং স্তম্ভ জেসন রয়। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পেছনে ব্যাট হাতে রয়ের দারুণ ভূমিকা ছিল। ভারত বিশ্বকাপে ইংরেজদের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন তিনি। তবে, ১৫ জনের মূল স্কোয়াডে তার বদলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বেছে নিয়েছে হ্যারি ব্রুককে। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পিঠের মাংসপেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে রয়ের। তাকে বাদ দেওয়ার বিষয়ে থ্রি লায়ন্সদের ওয়ানডে কোচ ম্যাথু মট বলেন, ‘রয়কে বাদ দেওয়াটা খুবই কঠিনতর সিদ্ধান্ত ছিল।’
নাসিম শাহ (পাকিস্তান)
সময়ের অন্যতম সেরা পেসার পাকিস্তানের নাসিম শাহ। ছন্দে থাকা নাসিমকে পাকিস্তানের বিশ্বকাপ দলে দেখছিলেন সবাই। ক্যারিয়ারে খেলেছেন ১৪ ওয়ানডে, তাতেই হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা পেসত্রয়ীর একজন। কিন্তু, এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ২০ বছর বয়সী নাসিম। তাকে অন্তত তিন থেকে চার মাস থাকতে হবে মাঠের বাইরে। বল হাতে সেরা সময় কাটানো এমন একজনকে বিশ্বকাপের মঞ্চে বোলিং করতে দেখার আনন্দ থেকে তাই বঞ্চিত হতে হচ্ছে ক্রিকেটপ্রেমিদের।