দীর্ঘ ভ্রমণের পরও প্রস্তুতিটা ঠিকঠাক হলো না ভারতের
ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে নিজেদের প্রস্তুত করতে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। শেষবারের মতো দলটাকে ঝালাই করে নিতে বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে তারা। কিন্তু, ফলাফল শূন্য। বৃষ্টির কারণে ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও ভেস্তে গেছে ভারতের।
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, তার ওপর দীর্ঘ ভ্রমণ। দুই ম্যাচ দুটি আলাদা শহরে খেলেছে ভারত। একটি গুয়াহাটিতে, আরেকটি থিরুভান্তাপুরামে। দুই শহরের মাঝে দূরত্ব প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার। সঙ্গে যদি ধরা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু রাজকোটের কথা, সেই দূরত্ব দাঁড়াবে ছয় হাজার কিলোমিটারের বেশি। রাজকোট থেকে গুয়াহাটির দূরত্ব প্রায় দুই হাজার সাতশো কিলোমিটার।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে তবু টস করতে পেরেছিলেন দুই দলের অধিনায়ক। নেদারল্যান্ডস ম্যাচে সেটুকুও হয়নি। ফলে, কার্যত শেষ মুহূর্তে মাঠের প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে মাঠে নামছে ভারত। তবে, ম্যাচ না হলেও লাভ যে একেবোরে হয়নি তা নয়। ভ্রমণের যে ক্লান্তি, সেটির সঙ্গে অন্তত মানিয়ে নেওয়া গেছে।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের ১০টি শহরে। বিশ্বকাপ চলাকালীন পুরো সময়টা দলগুলোকে ছুটতে হবে ভারতের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। দলগুলোর জন্য যা চ্যালেঞ্জও বটে। বিশাল দেশ ভারতের একেকটি শহরের দূরত্ব একটি আরেকটির চেয়ে কম নয়। তাই বলা চলে, ম্যাচের প্রস্তুতি না হলেও ভ্রমণ ক্লান্তির সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটিও ভারতীয় ক্রিকেটারদের জন্য কম নয়।