বিশ্বকাপের ইতিহাসে যে চমক কেউ দেখেনি আগে!
ভারতে ৫ অক্টোবর থেকে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। গতবারের মতো এবারও অংশ নিচ্ছে ১০টি দল। টুর্নামেন্টের ফরম্যাটও আগের মতোই। তবে এবারের আসরে যে বিষয়টি একেবারেই নতুন, সেটি অধিনায়কত্ব। প্রতিটি দল তাদের প্রথম ম্যাচে টস করতে নামার সময় মাঠে নামবে নতুন অধিনায়কের নেতৃত্বে। ২০১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করাদের একজনও প্রথম ম্যাচের অধিনায়কের দায়িত্বে থাকছেন না। ১০ দল, ১০ জন নতুন অধিনায়ক! অধিনায়কত্বের বদল এসেছে প্রত্যেক দলেই।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের নেতৃত্ব এবার জস বাটলারের হাতে। যার নেতৃত্বে বিশ্বকাপ হাতে উঠেছিল ইংরেজদের, সেই এউইন মরগানকে এই আসরে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বেলায়ও একই অবস্থা। গত আসরে নেতৃত্ব দেওয়া অ্যারন ফিঞ্চ এবার থাকছেন মরগানের মতোই ধারাভাষ্যকারের ভূমিকায়। অসিদের অধিনায়কত্ব এখন প্যাট কামিন্সের হাতে।
আসরের স্বাগতিক ভারত। গত আসরে তারা খেলেছিল বিরাট কোহলির অধিনায়কত্বে। এবার কোহলি শুধুই ব্যাটার। দলের দায়িত্বটা সামলাবেন রোহিত শর্মা। ২০০৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি এখন খেলার বাইরে। ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বটা পালন করবেন সাকিব আল হাসান।
দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব ফাফ ডু প্লেসিসের হাত বদল হয়ে এসেছে টেম্বা বাভুমার হাতে। গতবার শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন দিমুথ করুনারত্নে। তিনি বিশ্বকাপ দলে থাকলেও কোহলির মতো শুধুই ক্রিকেটার, নেতৃত্ব সামলাবেন দাসুন শানাকা। পাকিস্তানের অধিনায়কত্ব সরফরাজ আহমেদের হাত থেকে এখন বাবর আজমের কাছে। বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শহিদী। গত বিশ্বকাপে যে ভারটা ছিল গুলবাদিন নাইবের কাঁধে। এবার বিশ্বকাপ দলেই নেই নাইব।
দুই আসর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। তাদের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের এটি প্রথম বিশ্বকাপ। এর আগে দায়িত্ব পালনের প্রশ্নই ওঠে না।
তবে, ব্যতিক্রম নিউজিল্যান্ড। গত আসরের রানার্সআপরা নামবেন পুরোনো অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বেই। যদিও, চোটের কারণে প্রথম ম্যাচে খেলবেন না উইলিয়ামসন। তার জায়গায় ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে টস করবেন টম লাথাম। সে হিসেবে অন্তত দলগুলোর প্রথম ম্যাচের টসে ১০ নতুন দলপতিকেই দেখবে ক্রিকেট দুনিয়া।