বিশ্বকাপ মাঠ পরিচিতি
অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি
ভারতের মাটিতে বিশ্ব ক্রিকেটের মহারণ বসতে বাকি আর মাত্র একদিন। এর মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ভারত। অপেক্ষা শুধু স্টেডিয়ামের সবুজ ঘাসে খেলা শুরুর। ভারতজুড়ে যে ১০টি স্টেডিয়ামে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দলগুলো, প্রস্তুত হয়ে গেছে সেগুলোও। এর আগে চলুন জেনে নেওয়া যাক, বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর খুঁটিনাটি। বিশ্বকাপকে ঘিরে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজনে আজ থাকছে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের আদ্যোপান্ত।
বর্তমান নাম অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। সাবেক নাম ফিরোজ শাহ কোটলা। কাছাকাছি অবস্থানে কোটলা দূর্গ থাকায় স্টেডিয়ামটির এমন নাকমরণ করা হয়েছিল। তবে, ২০১২ সালে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়শনের প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়। ১৯৪৮ সালের ১০ নভেম্বর এ মাঠে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম টেস্টে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এ মাঠের প্রথম ওয়ানডেতে ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ১৯৮২ সালের ১৫ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।\
কলকাতার ইডেন গার্ডেনের পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ভেন্যু দিল্লির এই আন্তর্জাতিক স্টেডিয়াম। বর্তমানে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৪১,৮৪২। ২০১৭ সাল পর্যন্ত ভারতের জাতীয় ক্রিকেট দল এই মাঠে টেস্ট ম্যাচে ২৮ বছরেরও বেশি সময় ধরে এবং ওয়ানডে ম্যাচে ১০ বছরেরও বেশি সময় ধরে অপরাজিত ছিল। তবে ২০০৯ সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি ওডিআই ম্যাচটি বাতিল হয়েছিল পিচের প্রতিকূল অবস্থার কারণে।
এ ছাড়া ২০১৭-১৮ সালে ভারতে শ্রীলঙ্কার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচটি বাতিল হওয়ার পেছনে কারণ ছিল এলাকার বৈরী পরিবেশ। সে সময় ধোঁয়াশার ফলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলা বন্ধ করে দূষণ বিরোধী মুখোশ পরতে হয়েছিল। ক্রিকেট ইতিহাসে এই বিরল দৃষ্টান্তের ফলে ভেন্যুটির নামের সঙ্গে কুখ্যাতি জড়িয়ে পড়ে। এবারের বিশ্বকাপের মোট পাঁচটি খেলার জন্য নির্ধারিত করা হয়েছে এই মাঠটি।