ধাক্কা খেয়ে জুটি গড়ার চেষ্টায় ইংল্যান্ড
শুরু হয়ে গেল বিশ্বকাপের মাঠের লড়াই। উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গেলবার যাদের হারিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল ইংলিশরা আজ সেই কিউইদের বিপক্ষেই ব্যাটিংয়ে উড়ন্ত শুরু হলো তাদের।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতেছে নিউজিল্যান্ড। টস জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
আগে ব্যাট করতে নেমে শুরুটাই ছক্কা দিয়ে করেছে ইংল্যান্ড। এরপর দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো মিলে কিছুটা এগিয়ে নেন ইংল্যান্ডকে। তবে পারেননি বেশিদূর যেতে। দুজনকেই বিদায় করেছে নিউজিল্যান্ড। জোড়া ধাক্কা খাওয়ার পর জুটি গড়ার চেষ্টায় ইংল্যান্ড।
২০১৯ বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারের সেই নাটকীয়তার কথা হয়তো অনেকেরই মনে আছে। এবারও তেমন রোমাঞ্চ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তবে চোটের কারণে এই ম্যাচে খেলছেন না গত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ তারকা বেন স্টোকস।
শুধু ইংল্যান্ড কেন, নিউজিল্যান্ডও পাচ্ছে না তাদের সেরা দুই তারকাকে। উদ্বোধনী ম্যাচ না খেলার কথা আগেই জানিয়েছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপ শুরুর একদিন আগে জানা গেল, তাদের অন্যতম সেরা পেসার টিম সাউদিও খেলতে পারবেন না এই ম্যাচ। আঙুলের ইনজুরি ভোগাচ্ছে তাকে।
এই তারকাদের ছাড়াও দুই দল বেশ শক্তিশালী। ইংলিশদের স্কোয়াডে জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের মতো ব্যাটাররা রয়েছেন। পাশাপাশি তাদের বোলিং আক্রমণও দুর্দান্ত।
অন্যদিকে নিউজিল্যান্ড দলে দুই সেরা তারকা না থাকলেও উইল ইয়ং, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসের মতো তারকারা যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় সবাই।