অবশেষে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ শেখর ধাওয়ানের
ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ানের সঙ্গে তার স্ত্রী আয়েশা মুখার্জির সম্পর্ক বহুদিন ধরেই খারাপ। ২০২০ সাল থেকে দুজন আলাদা থাকছেন। স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতন ও সামাজিকভাবে তাকে হেয় করার অভিযোগ এনে আদালতে বিচ্ছেদের আবেদন করেন ধাওয়ান।
অবশেষে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) আবেদনের রায় দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউসের আদালত। স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের আবেদন গ্রহণ করেছে আদালত। এখন থেকে ধাওয়ান ও আয়েশা আর স্বামী-স্ত্রী নেই। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন ধাওয়ান ও আয়েশা। সেটি ছিল আয়েশার দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার দুটি সন্তান রয়েছে। বিয়ের পর ধাওয়ান ও আয়েশার কোল আলো করে আসে পুত্রসন্তান জোরাওয়ার। জোরাওয়ার বর্তমানে মায়ের সঙ্গে অস্ট্রেলিয়াতে থাকেন।
বিবাহবিচ্ছেদের মামলায় ধাওয়ানের অভিযোগ ছিল, আয়েশা তার ক্যারিয়ার হুমকির মুখে ফেলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ওপেনারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করছেন আয়েশা।
বিচ্ছেদের আনুষ্ঠানিক রায়ে দিল্লির আদালত আয়েশাকে সতর্ক করে দেয় এ ব্যাপারে। ধাওয়ান-আয়েশা দম্পতির সন্তান কার কাছে থাকবে, আদালত সেটি নির্দিষ্ট করেনি। বর্তমানে মায়ের কাছে থাকা জোরাওয়ারকে তার বাবা ও বাবার পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখতে আয়েশা যেন সহযোগিতা করে, সে ব্যাপারে রায় দিয়েছে দিল্লির আদালত।