বিশ্বকাপের দেশ ভারতে কী কী নিরাপত্তা পাচ্ছে পাকিস্তান?
ভারত-পাকিস্তানের সম্পর্কের বৈরিতার কথা কারও অজানা নয়। দুদেশের রাজনৈতিক সম্পর্ক ছড়িয়ে গেছে ক্রিকেটেও। তাইতো বড় টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না ভারত-পাকিস্তান দ্বৈরথ। দীর্ঘ ৭ বছর পর ভারতের মাটিতে খেলতে গেছে পাকিস্তান। উপলক্ষ বিশ্বকাপ।
আয়োজক দেশ ভারত বাবর আজমদের জন্য রেখেছে কঠোর নিরাপত্তা। অন্য সব দলের তুলনায় পাকিস্তানের নিরাপত্তা অনেক বেশি। হোটেল থেকে মাঠ এবং মাঠ থেকে হোটেলে সব জায়গাতেই নিরাপত্তা আঁটুনির মধ্যে আছে পাকিস্তান দল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের নিরাপত্তা বহরে রয়েছে ছয়টি গাড়ি। যাতে থাকছেন পুলিশকর্মীরা। রয়েছে দুটি বাইক। সেখানেও রয়েছেন পুলিশকর্মীরা। এরপর দলের বাস। যেখানে থাকছেন কিছু ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। সেই সঙ্গে থাকছে আরও পাঁচটি গাড়ি। সেখানেও রয়েছেন নিরাপত্তারক্ষী। পাঁচটি গাড়ির পর আরও একটি বাস থাকছে। সেখানে কিছু ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। সাথে রয়েছে একটি অ্যাম্বুল্যান্সও।
আজ থেকে শুরু বিশ্বকাপ। পাকিস্তানের প্রথম খেলা আগামীকাল শুক্রবার ৬ অক্টোবর। ভারতে এসে প্রথমে হায়দরাবাদে নেমেছে পাকিস্তান। সেখানেই নিজেদের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচও তাদের হায়দরাবাদে। সেখানে আপাতত কঠোর নিরাপত্তায় আছেন রিজওয়ানরা।