শচীনের চোখে বিশ্বকাপের সেমিফাইনালে যারা
দেখতে দেখতে শুরু হয়ে গেল ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। এবারের আসরের দ্বিতীয় দিন আজ। তবে, আসর শুরু হলেও আলোচনা এখনও শেষ হয়নি। ক্রিকেটের এই বড় আসর মাঠে গড়ানোর আগে নিজেদের ভবিষ্যদ্বাণী জানাচ্ছিলেন ক্রিকেটবোদ্ধারা। আসর শুরুর পর এবার সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
বিশ্বকাপের ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ শচীন জানিয়েছেন, নিজের পছন্দের চার সেমিফাইনালিস্টের কথা। যদিও সেই তালিকায় নেই পাকিস্তান। শচীনের চোখে বিশ্বকাপের সেমিতে যাবে—নিজ দেশ ভারত। সেই সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ভারতীয় তারকা বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই আছে ভারত। আমাদের দল খুবই ভালো এবং ভারসাম্যপূর্ণ দল।’
এরপর বলেছেন, ‘ভারতের মতো অস্ট্রেলিয়াও ভারসাম্যপূর্ণ দল। তাই আমি তাদের রাখছি। তৃতীয় দল হিসেবে আমি বলব ইংল্যান্ডের কথা। ইংল্যান্ড এবারও অনেক শক্তিশালী দল। তাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে নতুন মুখও আছে। আর আমার চতুর্থ পছন্দ হিসেবে আছে নিউজিল্যান্ড। তারা ২০১৫ ও ২০১৯ সালের ফাইনালে খেলেছে। আমি তাদের এবারও সেমিফাইনালে দেখছি।’
মজার ব্যাপার হলো, শচীনের সতীর্থ যুবরাজও নিজের পছন্দের সেরা চারে রাখেননি পাকিস্তানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘অবশ্যই ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার পাওনা আছে। সাদা বলে তাদের একটি ট্রফি দরকার।’
গতকাল ৫ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে অংশ নিয়েছে ১০টি দল। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় আসর এই ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি ভিন্ন শহরের ১০টি স্টেডিয়ামে সব মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।