বিপদ কাটিয়ে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ জানাল পাকিস্তান
ক্রিকেটে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে বিস্তর ফারাক। কিন্তু বাইশ গজে এসব পরিসংখ্যান কেবলই সংখ্যা মাত্র। তার কিছুটা চিত্র দেখা গেল পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুতে। আনকোরা নেদারল্যান্ডসের সামনে ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো হয়নি বাবরদের। তবে, মিডল অর্ডার ও লেজে ভর করে নেদারল্যান্ডসকে ২৮৭ রানের লক্ষ্য দিতে পেরেছে বাবর আজমের দল।
আজ শুক্রবার (৬ অক্টোবর) শুরু হয়েছে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান ও শাকিল। দুজনেই করেছেন সমান ৬৮ রান করে।
হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিং নামে বাবর আজমের দল। দুই ওপেনার ফখর জামান ও ঈমাম উল হক মিলে শুরুটা বেশ সাবধানী ঢংয়ে করেন। কিন্তু, সেই জুটি বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। দলীয় ১৫ রানেই তুলে নেয় ফখরের (১২) উইকেট। সময়ের সেরা ব্যাটার পাকিস্তান অধিনায়ক বাবরও ফিরে যান মাত্র পাঁচ রান করে। ঈমাম সাজঘরে ফেরেন ১৫ রানে। দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।
চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল মিলে ১২০ রানের জুটি গড়ে দলকে খাঁদের কিনারা থেকে টেনে তোলেন। কিন্তু, ৭৫ বলে ৬৮ রান কের রিজওয়ান এবং ৫২ বলে ৬৮ রানের জড়ো ইনিংস খেলে শাকিল বিদায় নিলে ফের একবার বিপদে পড়ে পাকিস্তান।
সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মোটামুটি লড়াইয়ের পুঁজি পান রিজওয়ানরা। শেষ দিকে নওয়াজের ইনিংস লড়াই করতে সাহায্য করে পাকিস্তানকে। নেওয়াজের ৩৯ রান ও শাদাব খানের ৩২ রানে ভর করে আড়াইশ ছাড়ানো পুঁজি পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৪৯ ওভারে ২৮৬/১০ (ফখর ১২, ঈমাম ১৫, বাবর ৫, রিজওয়ান ৬৮, শাকিল ৬৮, ইফতিখার ৯, নাওয়াজ ৩৯, শাদাব ৩২, হাসান ০, শাহিন ১৩*, রউফ ১৬; আরিয়ান ১০-০-৪৮-১, ফন ভিক ৬-০-৩০-১, কলিন ৮-১-৩৯-২, পল ৬-০-৪০-১, ডি লিড ৯-০-৬২-৪, মারউই ৬-০-৩৬-০, সিং ২-০-১৬-০, সাকিব ২-০-১৫-০)।