বিশ্বকাপে তরুণদের নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ
তারুণ্যনির্ভর দল নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপে গিয়েছে বাংলাদেশ। দলের ১৫ জনের আট জনেরই এটি প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপে প্রথম হলেও এদের কয়েকজন বেশ সময় ধরে খেলছেন জাতীয় দলে। নিয়মিত পারফরম্যান্সও করছেন। এদের নিয়ে বিশ্বকাপে সেরা দলটিই নির্বাচন করা হয়েছে বলে দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।
এবার প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহেও কথা বললেন অভিন্ন সুরে। বাংলাদেশের তরুণ এই দল নিয়ে বিশ্বকাপে ভালো করার স্বপ্ন দেখেন তিনি। তা ছাড়া, আট তরুণের মধ্যে চারজন ছিলেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলে।
আকবর আলির নেতৃত্বে যুব বিশ্বকাপজয়ী দলের চার সদস্য তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিদ তামিম ও তানজিম সাকিবরা আছেন এবারের বড়দের বিশ্বকাপে। যাদের ভেতর আছে জয়ের ক্ষুধা।
এ প্রসঙ্গে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ শুক্রবার (৬ অক্টোবর) হাথুরুসিংহে বলেন, ‘আমি যদি ভুল না করি, তাহলে দলে চার-পাঁচজন খেলোয়াড় আছে যারা ইতোমধ্যে বিশ্বকাপ জিতেছে। তারা জানে এই মঞ্চে কীভাবে জিততে হয়। আমি তাদের নিয়ে আশাবাদী। ওদের ভেতর জয়ের ক্ষুধা আছে। বিশ্বকাপে ওরা ভালো করবে বলে আমার বিশ্বাস।’
তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিদ তামিম ও তানজিম সাকিব ছাড়া নতুন বাকি চারজন হলেন— শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
আগামীকাল শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।