বাংলাদেশের দুর্বলতায় চোখ রাখছে আফগানিস্তান
রাত পোহালেই শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। চেনা কন্ডিশন, চেনা প্রতিপক্ষ, অপেক্ষা শুধু লড়াইয়ের। দুদলই মুখিয়ে আছে জয়ের জন্য। সেক্ষেত্রে, বাংলাদেশকে কাবু করতে তাদের দুর্বলতায় চোখ রাখছে আফগানিস্তান। ইতিবাচক থেকে নিজেদের লক্ষ্য মাঠে প্রতিফলনের অপেক্ষায় রশিদ-নবিরা।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও তেমনটা জানালেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। আজ শুক্রবার (৬ অক্টোবর) তিনি বলেছেন, ‘আমরা একে অন্যের বিপক্ষে অনেক খেলেছি। কখনও আমরা জিতি, কখনও তারা। এশিয়া কাপে সর্বশেষ ম্যাচে তারা জিতেছে। আমরা আমাদের ভালোভাবে প্রস্তুত করেছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের শক্তিমত্তায় মনোযোগ দিয়ে আর বাংলাদেশের দুর্বলতা অনুযায়ী খেলব। আমরা সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করব।’
মুখোমুখি পরিসংখ্যানে আফগানদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে দুদলের পরিসংখ্যান ৯-৬। হেড টু হেডের পাশাপাশি কাগজে-কলমেও এগিয়ে বাংলাদেশ। এ ছাড়া এশিয়া কাপের মঞ্চে কদিন আগে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এবার সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে বিশ্বকাপের মঞ্চে আরও একবার আফগান বদের অপেক্ষায় সাকিব আল হাসানের দল। কিন্তু রশিদ-মুজিবদের বোলিংয়ের বিপক্ষে সেটা যে সহজ হবে না সেটা বলাই যায়।
ভারতের ধর্মশালায় বাংলাদেশ ও আফগানিস্তান দুদলেরই প্রথম ম্যাচ কাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ১১টায়।