প্রত্যাশিত জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের
শক্তি-সামর্থ্যে নেদারল্যান্ডসের চেয়ে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। ম্যাচ শুরুর আগে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছিলেন, ’পাকিস্তান অবশ্যই খুব ভালো দল। আমরা মাঠে নামার অপেক্ষায় আছি। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলা উপহার দেওয়ার প্রত্যাশা করছি।’ সামর্থ্য অনুযায়ী নেদারল্যান্ডস যথেষ্ট ভালো খেলাই উপহার দিয়েছে। কিন্তু, ম্যাচ জয়ের জন্য সেটি পর্যাপ্ত ছিল না। পাকিস্তান পেয়েছে প্রত্যাশিত জয়। আজ শুক্রবার (৬ অক্টোবর) নেদারল্যান্ডসকে ৮১ রানের ব্যবধানে হারিয়ে সহজ জয়ে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান।
আজ আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ২৮৬ রান। জবাবে ৪১ ওভারে নেদারল্যান্ডস অলআউট হয় ২০৫ রানে।
২৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। হাসান আলির বলে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ম্যাক্স ও’দোউদ (৫)। পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে আরেক ওপেনার বিক্রমজিৎ সিং করেন ৬৭ বলে ৫২ রান। তাকে ফেরান শাদাব খান।
পাকিস্তানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। একপ্রান্ত আগলে রেখে ৬৮ বলে ৬৭ রানের সুন্দর ইনিংস উপহার দেন বাস ডি লিড। মোহাম্মদ নাওয়াজের স্পিনে বলের ফ্লাইট মিস করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ডি লিডের বিদায়ে ভাঙে ডাচদের জয়ের স্বপ্ন। শেষ দিকে লোগান ফন বিক চেষ্টা করলেও তার ২৮ বলে অপরাজিত ২৮ রান কেবল হারের ব্যবধান কমাতে পেরেছে।
পাকিস্তানের পক্ষে হারিস রউফ তিনটি ও হাসান আলি নেন দুই উইকেট।
এর আগে হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাবর আজমের দল। দুই ওপেনার ফখর জামান ও ঈমাম উল হক মিলে শুরুটা করেন বেশ সাবধানী ঢংয়ে। কিন্তু, সেই জুটি বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। দলীয় ১৫ রানেই তুলে নেয় ফখরের (১২) উইকেট। সময়ের সেরা ব্যাটার পাকিস্তান অধিনায়ক বাবরও ফিরে যান মাত্র পাঁচ রান করে। ঈমাম সাজঘরে ফেরেন ১৫ রানে। দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।
চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল মিলে ১২০ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। কিন্তু, ৭৫ বলে ৬৮ রান করে রিজওয়ান এবং ৫২ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে শাকিল বিদায় নিলে ফের একবার বিপদে পড়ে পাকিস্তান।
শেষ দিকে নাওয়াজ ও শাদাব খানের ইনিংস পাকিস্তানের রান ২৮৬ পর্যন্ত নিতে সাহায্য করে। নাওয়াজের ৩৯ ও শাদাবের ৩২ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৪৯ ওভারে ২৮৬/১০ (ফখর ১২, ঈমাম ১৫, বাবর ৫, রিজওয়ান ৬৮, শাকিল ৬৮, ইফতিখার ৯, নাওয়াজ ৩৯, শাদাব ৩২, হাসান ০, শাহিন ১৩*, রউফ ১৬; আরিয়ান ১০-০-৪৮-১, ফন ভিক ৬-০-৩০-১, কলিন ৮-১-৩৯-২, পল ৬-০-৪০-১, ডি লিড ৯-০-৬২-৪, মারউই ৬-০-৩৬-০, সিং ২-০-১৬-০, সাকিব ২-০-১৫-০)।
নেদারল্যান্ডস : ৪১ ওভারে ২০৫/১০। (বিক্রমজিৎ ৫২, ম্যাক্স ৫, কলিন ১৭, ডি লিড ৬৭, তেজা ৫, এডওয়ার্ডস ০, সাকিব ১০, মারউই ৪, আরিয়ান ১, ফন বিক ২৮*, পল ফন ৭; শাহিন ৭-০-৩৭-১, হাসান৭-১-৩৩-২, রউফ ৯-০-৪৩-৩, ইফতিখার ৩-০-১৬-১, নাওয়াজ ৭-০-৩১-১, শাদাব ৮-০-৪৫-১)।
ফলাফল : পাকিস্তান ৮১ রানে জয়ী।