বাংলাদেশ দলকে বেঙ্গল টাইগার্সের উপহার
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম স্বীকৃত ফ্যান ক্লাব ‘বেঙ্গল টাইগার্স’ এখন ধর্মশালায়। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে অতীতের মতো এবারও প্রতিটি ভেন্যুতে উপস্থিত থাকবে তারা। বিশ্বকাপে বাংলাদেশ দলের শুভকামনায় ’গুডলাক’ ব্যাট ঢাকা থেকে সঙ্গে করে নিয়ে গেছে বেঙ্গল টাইগার্স।
বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডের ১৫ ক্রিকেটারের সবার স্কেচ ছবি খোদাই করা এই গুডলাক ব্যাটটি শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট দলকে উপহার হিসেবে দিয়েছে বেঙ্গল টাইগার্স। বেঙ্গল টাইগার্সের অন্যতম প্রতিষ্ঠাতা আনুষ্ঠানিকভাবে ব্যাটটি তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের হাতে।
সাব্বির আহমেদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগার্সের আহ্বায়ক গোলাম ফারুক ফটিক, বেঙ্গল টাইগার্সের সদস্য অনিমেষ দাস। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যতিক্রমধর্মী গুডলাক ব্যাট উপহার পেয়ে অভিভুত টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট দলকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাওয়ায় বেঙ্গল টাইগার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।