বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে যা বললেন হাথুরুসিংহে
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শনিবার (৭ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিব আল হাসানদের বিশ্বকাপ যাত্রা। প্রথম ম্যাচে মাঠে নামার আগে আলোচনায় বাংলাদেশের ওপেনিং কম্বিনেশন। তামিম ইকবালের অনুপস্থিতিতে এশিয়া কাপ থেকেই ওপেনিং নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা।
তামিমের পরিবর্তে দলে আছেন আরেক তামিম। তানজিদ তামিমও খেলেন ওপেনিং পজিশনে। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। লিটন দাস পরীক্ষিত ওপেনার। ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতা আছে আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্তর। অন্যদিকে, এশিয়া কাপে মেকশিফট ওপেনার হিসেবে খেলে এক ম্যাচে শতরানের দেখা পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
আজকের ম্যাচে তাই কেমন হতে পারে বাংলাদেশ দলের ওপেনিং জুটি, সেটি জানতে চাওয়া হয়েছিল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে। শুক্রবার (৬ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।
ওপেনিং জুটি প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের হাতে বেশ কিছু বিকল্প আছে। ওপেনিংয়ের জন্য কয়েকজন প্রস্তুত। এটি ইতিবাচক দিক। তবে, ওপেনিংয়ে কারা খেলবেন, তা ম্যাচের আগে বলা যাবে। পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নেব কারা ইনিংস শুরু করবেন, কে ওয়ানডাউনে খেলবেন। সেটি মাঠেই দেখা যাবে।’