এশিয়ান গেমস
পাকিস্তানকে হারিয়ে পদক জিতল বাংলাদেশ
ভারতের কাছে হারের পর সোনার পদক জেতার স্বপ্ন ভেস্তে গিয়েছিল আগেই। শেষ সুযোগ ছিল ব্রোঞ্জ জেতার। সেটি কাজে লাগিয়েছে বাংলাদেশের ছেলেরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
আজ শনিবার (৭ অক্টোবর) চীনের হাংজুতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের দল। এই জয়ের ফলে পদক নিয়ে ঘরে ফিরতে পারছে বাংলাদেশ দল। এর আগে এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরাও এই পাকিস্তানকে হারিয়ে জিতেছিল ব্রোঞ্জ পদক।
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলা নেমে আসে পাঁচ ওভারে। পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৪৮ রান করে পাকিস্তান। জবাবে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৬৫ রানের। পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে ৬৫ রান তুলে জয়ের বন্দরে নোঙর ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা।
জাকির হাসান ও অধিনায়ক সাইফ শূন্য রানে সাজঘরে ফিরলেও ইয়াসির আলির ১৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে এবং আফিফ হোসেনের ১১ বলে ২০ রানে ভর দিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ। এতে মেয়েদের পর ছেলেরাও হাসে পদকের হাসি।