জয় দেখছে বাংলাদেশ
শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে কক্ষপথে এনে দিয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ১২৯ বলে ৯৭ রানের জুটিতে জয়ের গল্প অনেকটাই লিখে ফেলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৫৭ করে ফিরলেও সহজ জয়ের পথেই হাঁটছে লাল-সবুজের দল।
ঘুরে দাঁড়িয়ে ছুটছে বাংলাদেশ
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা হয়েছে নড়বড়ে। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম দুজনেই হয়েছেন ব্যর্থ। তবে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ মিলে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে।
তামিমের পর লিটনের বিদায়
তরুণ ওপেনার তামিমের পর বিদায় নিলেন লিটন দাস। ফারুকির বলে বোল্ড হয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। দলীয় ২৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস করেছেন ১৩ রান।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই তামিমকে হারাল বাংলাদেশ
লক্ষ্যটা খুব ছোট। জিততে হলে বাংলাদেশকে করতে হবে মাত্র ১৫৭ রান। ৫০ ওভারের ক্রিকেটে যা মামুলিই বলা চলে। কিন্তু এই রান তাড়া করতে নেমে বেশ তাড়াহুড়ো করতে গিয়েই এক উইকেট হারাল বাংলাদেশ। দলীয় ১৯ রানে তানজিদ তামিমকে হারিয়েছে লাল-সবুজের দল। ইনিংসের পঞ্চম ওভারে রানআউটের কাটায় পড়ে ৫ রানে বিদায় নেন তরুণ এই ওপেনার।
বাংলাদেশের বোলিং দাপটে অল্পতে শেষ আফগানিস্তান
টসে জিতে সাকিব আল হাসান বোলিং নিয়েছিলেন পেসারদের কথা ভেবে। টসের সময় বলেছিলেন, এই মাঠে শুরুতে পেসাররা সুবিধা পাবে। কিন্তু, শুরুর আট ওভারে সাকিবের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে আফগানিস্তান ব্যাটাররা। নবম ওভারে আক্রমণে আসেন সাকিব। দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তিনিই। আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে ডিপ স্কয়ার লেগে তানজিদ তামিমের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে চালকের আসনে বসান সাকিব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণি সঙ্গে তাসকিন-শরিফুলদের পেস আক্রমণ, দুই বিভাগ মিলে আফগানিস্তানকে অল্পতেই আটকে দিয়েছে বাংলাদেশ।
আজ শনিবার (৭ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে আফগানিস্তান। সমান তিনটি করে উইকেট নিয়ে আফগানদের থামানোর মূল নায়ক সাকিব ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বোলিং দাপট, চাপে আফগানিস্তান
শুরুর দিকে বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তবে, সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের বোলিং বিভাগ। স্পিন ও পেস আক্রমণ দিয়ে আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ। সাকিব-তাসকিনদের বোলিং দাপটে চাপে আফগানিস্তান।
অবশেষে মুস্তাফিজের সাফল্য, ফিরলেন গুরবাজ
শুরুর ২৫ ওভার বাংলাদেশি পেসারদের পাত্তাই দেয়নি আফগানিস্তান। প্রথম তিন উইকেটের তিনটিই পেয়েছেন স্পিনাররা। অবশেষে মুস্তাফিজুর রহমানের হাত ধরে সাফল্য পেলেন পেসাররা। ওপেনিংয়ে নামা রহমানউল্লাহ গুরবাজকে সাজঘরে পাঠিয়ে স্বস্তি এনে দিয়েছেন কাটার মাস্টার। ৪৭ রান করে বিদায় নিয়েছেন গুরবাজ।
সাকিবের পর মিরাজের স্পিন ঘূর্ণি
পেসবান্ধব উইকেটে খেলা দেখাচ্ছে স্পিন। তিন পেসার উইকেটের দেখা না পেলেও সাফল্য পাচ্ছেন স্পিনারারা। প্রথমে জোড়া উইকেট ধরা দিয়েছে সাকিবের স্পিনে। এরপর মেহেদী হাসান মিরাজে এলো তৃতীয় সাফল্য। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির উইকেট তুলে নিয়েছেন মিরাজ। দলীয় ১১২ রানে তৃতীয় উইকেট হারিয়েছে আফগানিস্তান। শহীদি করলেন ১৮ রান।
ফের বাংলাদেশকে উইকেট এনে দিলেন সাকিব
প্রথম জুটি ভাঙার পর আফগানিস্তানের দ্বিতীয় জুটিও ভেঙেছেন সাকিব আল হাসান। পেসাররা যখন উইকেটের দেখা পাচ্ছিলেন না তখন বাংলাদেশ দলের ত্রাতা হয়ে উঠেছেন অধিনায়কই। জাদরানের পর আরেক আফগান ব্যাটার রহমান শাহকে সাজঘরে পাঠিয়েছেন সাকিব। ওয়ানডাউনে নামা রহমত করেছেন ১৮ রান আর ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে আফগানিস্তান।
প্রথম জুটি ভেঙে স্বস্তি দিলেন সাকিব
প্রথম আট ওভার ছিল উইকেট শূন্য। বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান মিলে ভাঙতে পারছিলেন না আফগানিস্তানের ওপেনিং জুটি। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন সাকিব আল হাসান। ইনিংসের নবম ওভারে ইব্রাহিম জাদরানকে সাজঘরে পাঠিয়েছেন অধিনায়ক। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান, জাদরান করেছেন ২২ রান।
বোলিংয়ে বাংলাদেশের নড়বড়ে শুরু
বোলিংয়ে একবুক আশা নিয়ে এবারের বিশ্বকাপে পা রেখেছে বাংলাদেশ। উড়ন্ত তাসকিন-শরিফুল ও মুস্তাফিজের ফেরার বার্তায় স্বপ্ন দেখছিল ক্রিকেট ভক্তরাও। কিন্তু সেই হিসেবে বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুটা ভালো হলো না। কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর আশায় আগে বোলিং বেছে নিয়েও প্রথম –ওভারে আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।
অথচ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ বরাবরই পেসবান্ধব। আজকেও এর ব্যতিক্রম হয়নি। ম্যাচের শুরুতে পেসাররা ভালো সুবিধা আদায় করে নিতে পারবে উইকেট থেকে। দ্রুত উইকেট ফেলতে পারলে চাপে ফেলা যাবে প্রতিপক্ষকে। এমন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
কিন্তু আগে বোলিংয়ে নেমে প্রথম সাত ওভারেও উইকেটের দেখা নেই বাংলাদেশের। তিন পেসার ও এক স্পিনার মিলে চেষ্টা করেও ভাঙতে পারেননি আফগানিস্তানের ওপেনিং জুটি।
যেমন হলো প্রথম ম্যাচের একাদশ
আজকের ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে চার বাংলাদেশি ক্রিকেটারের। তানজিম তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামের এটিই প্রথম বিশ্বকাপ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে কারা ওপেন করবেন, সেটি নিয়ে চলছিল নানা আলোচনা। টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে অভিজ্ঞ লিটন দাস ও অভিষিক্ত তামিমের ওপর। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই হেসেছিল তামিমের ব্যাট। ওয়ানডাউনে নামবেন শান্ত। এ ছাড়া তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
চার বছরের অপেক্ষার শেষে এসেছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। দুর্দান্ত এক দল নিয়েও গত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। এবারের বিশ্বকাপে সেই হতাশা ঘোচাতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটিকে নিয়ে আশাবাদী কোচ-অধিনায়ক সকলেই
ভালো করার প্রত্যয়ে আজ (৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।