হাইভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
এরই মধ্যে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও এখন মাঠে নামা হয়নি আয়োজক ভারতের। অবশেষে ভক্ত-সমর্থকদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
দেশের মাটিতে ১২ বছর পর বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বাড়তি চাপ রয়েছে অধিনায়ক রোহিত শর্মার কাঁধে। তা ছাড়া প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রোহিত ভালোই জানেন, অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সেরাটা দেওয়ার বিকল্প নেই।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতলেও বৃষ্টিতে ভারতের দু’টি প্রস্তুতি ম্যাচই ভেস্তে গেছে। ফলে কোনো প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপ খেলতে নামছেন রোহিত শর্মারা। এখন দেখার বিষয় রোববারের ম্যাচেও বৃষ্টি প্রভাব ফেলতে পারে কিনা। অন্যদিকে, ভারতের মাটিতে অতীত পরিসংখ্যান খুব একটা ভালো নয় অসিদের। সেই পরিসংখ্যান বদলও বড় চ্যালেঞ্জ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
ভারতের জন্য দুঃসংবাদ, এই ম্যাচে দেখা যাওয়ার সম্ভাবনা কম ওপেনার শুভমান গিলকে। জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তিনি। আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।
এদিকে, এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত এক সপ্তাহ ধরেই বৃষ্টি ঝরছে চেন্নাইর আকাশ থেকে। তবে আবহাওয়াবিদদের মতে এই ম্যাচ বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা কম। তবে ইনিংসের শেষদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।