সামনে আরও এগিয়ে যাবে বাংলাদেশ : আতহার আলি
আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। বোলিং-ব্যাটিং, দুই বিভাগেই চমৎকার প্রদর্শনী দেখিয়ে হেসেখেলে তুলে নিয়েছে জয়। মাঠের বাইরের বেসামাল পরিস্থিতি সামলে নিজেদের এগিয়ে নিতে এমন জয় প্রয়োজন ছিল।
গতকাল শনিবার (৭ অক্টোবর) বিশ্বকাপে বাংলাদেশ মাঠে নামার আগে দেশের ভক্তরা পেয়েছিল আরও একটি সুখবর। এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে দেশকে ব্রোঞ্জ পদক এনে দেয় যুবদল। আফিফ হোসেন, সাইফ হাসানরা বাংলাদেশকে দিনের শুরুতেই এনে দেন খুশির উপলক্ষ। এর আগে একই দিনে দুটি প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে কখনোই জিততে পারেনি বাংলাদেশ।
এ ছাড়া, এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলও দেশকে এনে দিয়েছে পদক জয়ের সম্মান। জ্যোতি-ফারজানাদের প্রাপ্তিও ব্রোঞ্জ পদক। সবমিলিয়ে, দেশের ক্রিকেটে যেন বইছে সুময়ের সুবাতাস। সেটি নিয়ে কথা বললেন আতহার আলি খান।
এবারের বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে ধারাভাষ্য দিচ্ছেন আতহার আলি। কাল ম্যাচ শেষে দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন তিনি। আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে যেটি পোস্ট করেছে রিলস হিসেবে।
আতহার আলি বলেন, ’এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। মেয়েরাও এই গেমসে পদক (ব্রোঞ্জ) এনে দিয়েছে। বিশ্বকাপে শুভসূচনা হলো। ভালো দিক হচ্ছে, দেশের মানুষ এখন শুধু সাকিব-মিরাজদের খেলাই দেখে না। তারা যুবদলের খেলা দেখে, মেয়েদের খেলা দেখে। ক্রিকেটের খোঁজখবর রাখে। এটি খুব ইতিবাচক। বাংলাদেশ দল সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে।’