ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে আরও তিনদিন আগে। ভারতীয় দর্শকদের কাছে অবশ্য আজ থেকে শুরু বিশ্বকাপের আসল আমেজ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ রোববার (৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অসি অধিনায়ক প্যাট কামিন্স।
টসে জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে কামিন্স বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি। আমাদের দলে অভিজ্ঞ ও তারুণ্যের সুন্দর সমন্বয় আছে। আগে ব্যাট করে ক্রিজ থেকে সুবিধা নিতে চেষ্টা করব।’
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ’আমরা বোলারদের ওপর আস্থা রাখছি। ম্যাচের পরিস্থিতির সঙ্গে আমাদের ছেলেরা মানিয়ে নিতে পারবে। আমাদের দলটা চমৎকার। বাকিটা ম্যাচের অপেক্ষা।’
চোটের কারণে আজকের ম্যাচে দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার ট্রাভিস হেড ও মার্কাস স্টয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দুজনই অসি একাদশের নিয়মিত সদস্য। ভারতও পাচ্ছে না ব্যাটার শুভমান গিলকে।