আজ থেকে পাওয়া যাবে ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি টিকিট
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আসরের প্রথম তিনদিন স্টেডিয়ামে দর্শকখরা ছিল চোখে পড়ার মতো। তবে, আজ রোববার (৮ অক্টোবর) ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে চেন্নাইয়ের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। আগেই বিক্রি হয়ে গেছে সব টিকিট।
ভারতীয় উপমহাদেশে হওয়া এই বিশ্বকাপে সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা সবসময় থাকে ভিন্ন এক আমেজ নিয়ে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশ্বকাপের টিকিট বাজারে ছেড়েছিল আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যতগুলো ছেড়েছিল, সেসব বিক্রি হয়ে যায় একদিনেই। বিশ্বকাপের অফিসিয়াল টিকিটিং পার্টনার বুকমাইশো। অনলাইন টিকিট বিক্রির ওয়েবসাইটটিতে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ছাড়া সব টিকিট বুক হয়ে যায়। এরপর গত ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর ছাড়া হয়েছিল ম্যাচের টিকিট। ছাড়ার অল্প সময়েই শেষ হয় সে দফায়ও।
এবার, আরও একবার ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ছেড়েছে আইসিসি ও বিসিসিআই। শনিবার (৭ অক্টোবর) বিসিসিআই ঘোষণা দিয়েছে আহমেদাবাদ ম্যাচের জন্য আরও ১৪ হাজার টিকিট ছাড়বে তারা। বিসিসিআইয়ের পর আইসিসিও তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বিষয়টি।
আজ দুপুর থেকে বুকমাইশোতে মিলবে ১৪ অক্টোবরের ভারত-পাকিস্তান মহারণের টিকিট। এর আগে বুকমাইশোতে সব টিকিট বুক হয়ে যাওয়ার পর বিভিন্ন কালোবাজারি ওয়েবসাইটে ম্যাচটির টিকিটের দাম ছুঁয়েছিল ৫৭ লাখ রুপি পর্যন্ত!