ভারতের দুর্দান্ত বোলিংয়ে অল্পতে আটকে গেল অস্ট্রেলিয়া
বলা হচ্ছিল, এবারের বিশ্বকাপ হবে রানবন্যার। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ক্রিকেটপ্রেমীরাও হয়ত এমন কিছুই আশা করেছিলেন। তাদের সেই আশায় গুঁড়েবালি। ঘরের মাঠের চেনা উইকেটে অসি ব্যাটারদের খাবি খাইয়েছেন ভারতীয় স্পিনাররা। ভারতের স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করে অসি টপঅর্ডার। বাকি কাজটুকু করেন পেসাররা। সবমিলিয়ে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে অসিরা পার হতে পারেনি ২০০ রানের গণ্ডিও। ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া থামে ১৯৯ রানে।
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ (৮ অক্টোবর) মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরুতেই অবশ্য উইকেট হারিয়ে বসে অসিরা। ওপেনিং জুটিকে দাঁড়াতে দেননি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। স্লিপে বিরাট কোহলির চমৎকার ক্যাচ বানিয়ে মিচেল মার্শকে ফেরান শূন্য রানে। ছয় রানে প্রথম উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। দ্রুত উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সাবধানী শুরু করে অসিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ও দুইয়ে নামা স্টিভেন স্মিথ দেখেশুনে মোকাবিলা করেন ভারতীয় পেসারদের। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি তারা।
দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও স্মিথ মিলে ৬৮ রানের জুটি গড়ে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। ৫২ বলে ৪১ রান করে দলীয় ৭৪ রানে কুলদ্বীপ যাদবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এরপরই শুরু অসিদের আসা-যাওয়ার মিছিল। ফিফটির আক্ষেপ নিয়ে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন স্মিথ। ৭১ বলে ৪৬ রান করেন তিনি। ২৭ রান করা মার্নাস লাবুশেনকেও ফেরান জাদেজা।
বাকিদের কেউই থিতু হতে পারেননি ক্রিজে। ১৫ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানে ১৯৯ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া।
ভারতের পক্ষে মাত্র ২৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন জাদেজা। দুটি করে উইকেট পান কুলদীপ ও বুমরাহ। রবিচন্দ্রন অশ্বিন নেন এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৪৯.৩ ওভারে ১৯৯/১০ । (ওয়ার্নার ৪১, মার্শ ০, স্মিথ ৪৬, লাবুশেন ২৭, ম্যাক্সওয়েল ১৫, ক্যারি ০, গ্রিন ৮, স্টার্ক ২৮, জাম্পা ৬, হ্যাজেলউড ১*; বুমরাহ ১০-০-৩৫-২, সিরাজ ৬.৩-১-২৬-১, পান্ডিয়া ৩-০-২৮-১, অশ্বিন ১০-১-৩৪-১, যাদব ১০-০-৪২-২, জাদেজা ১০-২-২৮-৩)