জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ভারতের
২০০ রানের লক্ষ্যে নেমে ২ রানে ৩ উইকেট নেই। মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউডের পেসে যেন দিশেহারা হয়ে পড়েছিল ভারত। এরপর বিরাট কোহলি আর লোকেশ রাহুল শক্ত হাতে ধরলেন হাল। তাদের তৈরি করা পথ ধরে ম্যাচটা সহজে জিতে নিলো ভারত। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু কররো স্বাগতিকরা।
কোহলি-রাহুলের দৃঢ়তায় জয়ের পথে ভারত
রান তাড়ায় বরাবরই বিশ্বসেরা ভারত। লক্ষ্য যত বড়ই হোক না কেন, অতীতে ভারতীয় ব্যাটারদের তা টপকে যাওয়ার কীর্তি কম নয়। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমনই এক ম্যাচ জেতার পথে ভারত। ২০০ রান তাড়া করতে গিয়ে শুরুতে বিপাকে পড়লেও কোহলি-রাহুলের ব্যাটে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
কোহলি-রাহুলের ব্যাটে ভারতের প্রতিরোধ
মাত্র ২০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে বড় রকমের ধাক্কা খেয়েছে স্বাগতিক ভারত। মাত্র দুই রানের মধ্যে হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন ব্যাটারকে। তবে অভিজ্ঞ দুই ব্যাটার বিরাট কোহলি ও কেএল রাহুলের ব্যাটিং দৃঢ়তায় চাপ সামাল দিচ্ছে ভারত।
টপ অর্ডারদের হারিয়ে চাপে ভারত
লক্ষ্যটা ২০০। যা স্বাগতিক ভারতের জন্য মোটেও কঠিন কিছু নয়। তবে এই লক্ষ্য তাড়া করতে নেমে বিপাকে ভারত। স্টার্ক-হ্যাজেলউডদের বোলিং দাপটে শুরুতেই তিন উইকেট হারিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
দুইশর মধ্যে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত চারটি ম্যাচের প্রায় সবকটিই ছিল হাইস্কোরিং। তবে পঞ্চম ম্যাচে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ অস্ট্রেলিয়া। ভারতীয় স্পিনারদের দাপটে দুইশর আগেই গুটিয়ে গেল পেট কামিন্সের দল। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ২০০ রান।
ভারতীয় স্পিনারদের সামনে দিশেহারা অস্ট্রেলিয়া
বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজের ভারতের স্পিনারদের সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের মঞ্চেও সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি অসিরা। জাদেজা-কুলদ্বীপদের স্পিন জাদুতে রীতিমত ধরাশায়ী প্যাট কামিন্সের দল। ১২০ রানের আগেই হারিয়েছে পাঁচ উইকেট।
ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেন স্মিথ
ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান খুব একটা সমীহ জাগানিয়া নয়। অতীতেও ভারতীয় স্পিনারদের খেলতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল অসি ব্যাটারদের। বিশ্বকাপের মঞ্চেও বদলায়নি চিত্র। জাদেজা-যাদবদের স্পিন ঘূর্ণিতে রীতিমত দিশেহারা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওপেনার ওয়ার্নারের বিদায়ের পর এবার সাজঘরে অভিজ্ঞ স্টিভেন স্মিথ। ৭১ বলে ৪৬ রান করেন ডানহাতি এই ব্যাটার।
আশা জাগিয়ে ফিরলেন ওয়ার্নার
বিশ্বকাপের আগে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে হেরে বিশ্বকাপ মিশনে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। টস জিতে ব্যাটিং নিলেও খুব একটা সুবিধা করতে পারছে না অসিরা। শুরুতেই মিচেল মার্শের উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়লেও এবার ওয়ার্নারের উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দলীয় ৭৪ রানে কুলদ্বীপ যাদবের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ৫২ বলে ৪১ রান করেন ওয়ার্নার।
শুরুর বিপর্যয় সামলে অস্ট্রেলিয়ার সাবধানী ব্যাটিং
মাঠের লড়াইগুলোতে উত্তাপ থাকলেও ভারতের গ্যালারি ছিল নিরুত্তাপ। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আসরের প্রথম তিনদিন স্টেডিয়ামে দর্শকখরা ছিল চোখে পড়ার মতো। তবে, আজ রোববার (৮ অক্টোবর) ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরুতেই অবশ্য উইকেট হারিয়ে বসে অসিরা। ওপেনিং জুটিকে দাঁড়াতে দেননি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। স্লিপে বিরাট কোহলির চমৎকার ক্যাচ বানিয়ে মিচেল মার্শকে পেরান শূন্য রানে। ছয় রানে প্রথম উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া।
দ্রুত উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সাবধানী শুরু করে অসিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ও দুইয়ে নামা স্টিভেন স্মিথ দেখেমুনে মোকাবিলা করেন ভারতীয় পেসারদের। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি তারা।
টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে কামিন্স বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি। আমাদের দলে অভিজ্ঞ ও তারুণ্যের সুন্দর সমন্বয় আছে। আগে ব্যাট করে ক্রিজ থেকে সুবিধা নিতে চেষ্টা করব।’
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা বোলারদের ওপর আস্থা রাখছি। ম্যাচের পরিস্থিতির সঙ্গে আমাদের ছেলেরা মানিয়ে নিতে পারবে। আমাদের দলটা চমৎকার। বাকিটা ম্যাচের অপেক্ষা।’
চোটের কারণে আজকের ম্যাচে দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার ট্রাভিস হেড ও মার্কাস স্টয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দুজনই অসি একাদশের নিয়মিত সদস্য। ভারতও পাচ্ছে না ব্যাটার শুভমান গিলকে।