বড় হারের পর এবার দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
ক্রিকেট বিশ্বকাপে শুরুটা মোটেই ভালো হয়নি শ্রীলঙ্কার। মেগা আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল হার দেখেছে লঙ্কানরা। হারের তিক্ত স্বাধের পর এবার আরেকটি দুসংবাদ পেল শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচটি নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। সেই জন্য জরিমানা গুণতে হলো তাদের। এক সংবাদ বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
শ্রীলঙ্কাকে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করেছেন রেফারি। এবারের বিশ্বকাপে এটিই স্লো–ওভার রেটের কারণে প্রথম জরিমানা।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অরুন জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে থাকায় আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
ম্যাচ৬টির দুই আম্পায়ার শরফউদ্দৌলা শহীদ সৈকত ও রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি জানানোর পর ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ জরিমানা দেন। তবে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা অভিযোগ মেনে নেওয়াতে আর আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।