ব্যাটিং হতাশার দিনে যে লজ্জার মুখোমুখি ভারত
বোলিংটা হয়েছিল ঠিকঠাকই। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৯ রানে আটকে দিয়েছিল ভারত। কিন্তু এমন দারুণ বোলিংয়ের পর ব্যাটিংটা যে এত দুঃস্বপ্নের মতো হবে সেটা হয়তো কল্পনাতেও ভাবেনি রোহিত শর্মার দল।
এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় দুই রানে ৩ টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ফেলে ভারত। শেষ পর্যন্ত বিপদ কাটিয়ে জয় এলেও লজ্জার এক নজিরের মুখোমুখি হয় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ভারতের প্রথম চার ব্যাটারের তিনজনই আউট হয়েছেন শূন্যতে। যেটা ওয়ানডে ক্রিকেটে প্রথমবার দেখল ভারতীয় ক্রিকেট। শুধু তাই নয়, বিশ্বকাপে এই প্রথম ভারতের দুই ওপেনারই ফিরেছেন শূন্যতে। বিশ্বকাপে এই নিয়ে সাতবার কোনো ম্যাচে দুই ওপেনারই শূন্য রানে আউট হয়েছেন।
অসিদের বিপক্ষে গতকাল রোববার ব্যাট করতে নেমে দুই ওপেনার ঈশান কিশন, রোহিত শর্মা ও চার নম্বরে নামা শ্রেয়স আয়ার শূন্য রানে ফেরেন। তিন ব্যাটারের আউটে হয়ে যায় এই লজ্জার রেকর্ড।
তবে রোহিত-ইষানরা যখন হতাশ করে সাজঘরে ফিরেছেন তখনই পাখা মেলেছে বিরাট কোহলির ব্যাট। দলের বিপর্যয়ে আরেকবার জ্বলে উঠলেন তিনি। সঙ্গে দৃঢ়তা দেখালেন লোকেশ রাহুল। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুধু ধাক্কা সামলানোই নয় ভারত তুলে নিয়ে দারুণ জয়।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এদিন আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৯৯ রান তোলে অসিরা। জবাবে ২০১ রান করে ৫২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।
দলের জয়ে কোহলি করেন ১১৬ বলে ৮৫ রান। তার সাথে লোকেশ রাহুল করেন ১১৫ বলে ৯৭ রানের ইনিংস।