ডাচদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে আজ সোমবার (৯ অক্টোবর) মুখোমুখি নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে ডাচদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে কিউইরা।
এবারের আসরে দুদলেরই দ্বিতীয় ম্যাচ এটি। প্রথম ম্যাচে বিশাল জয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে গেলবারের রানার্সআপরা। ৯ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু করেছে টম লাথামের দল।
তবে ভিন্ন পরিস্থিতি নেদারল্যান্ডসের। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ডাচরা। প্রতিপক্ষ পাকিস্তানের সামনে বল হাতে প্রভাব ফেলতে পারলেও ব্যাটিং হতাশায় ডুবেছে নেদারল্যান্ডস। পাকিস্তানের কাছে ৮১ রানের ব্যবধানে হার দিয়ে শুরু হয় তাদের বিশ্বকাপ যাত্রা।
তাই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নেদারল্যান্ডসের। যদিও পথটা খুব কঠিন। তবে চেষ্টার কমতি না রেখে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে স্কটরা।
আজকের ম্যাচেও নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে খেলাচ্ছে না নিউজিল্যান্ড। চোট থেকে ফেরা কেইনকে এই ম্যাচেও বিশ্রামে রেখেছে তারা। ডাচদের বিপক্ষেও টস করতে নেমেছেন টম লাথাম।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটাররা বোলারদের তুলনায় বেশি সুবিধা পাবেন। এখানে ৩০০-এর উপরে রান করা খুব একটা কঠিন নয়। পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই খেলেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে, নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি এখানে খেলেছিল। সুতরাং, উভয় দলেরই এই পিচের সম্পর্কে ধারণা রয়েছে যথেষ্ট। এখন মাঠের লড়াইয়ে কে জেতেন সেটাই দেখার অপেক্ষা।